Babar Azam: খুদে সমর্থককে উপহার দিতে গিয়ে চমক, পাক অধিনায়ক বাবর আজমের জার্সির নীচে ‘স্পোর্টস ব্রা’!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 29, 2023 | 8:00 AM

Sri Lanka vs Pakistan: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে এক ইনিংস ও ২২২ রানে হারানোর পর ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন বাবর আজম। সেখানে বাবরের একাধিক সমর্থক তাঁর নামে স্লোগান দিচ্ছিলেন। সেই সময় বাবর নিজের জার্সি খুলে তাঁর এক খুদে ভক্তকে দিয়ে দেন।

Babar Azam: খুদে সমর্থককে উপহার দিতে গিয়ে চমক, পাক অধিনায়ক বাবর আজমের জার্সির নীচে স্পোর্টস ব্রা!
Babar Azam: খুদে সমর্থককে উপহার দিতে গিয়ে চমক, পাক অধিনায়ক বাবর আজমের জার্সির নীচে 'স্পোর্টস ব্রা'!
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: প্রিয় ক্রিকেটকে সামনে থেকে দেখা। তাঁর সঙ্গে একটা সেলফি তোলা, অটোগ্রাফ নেওয়া… এই সব যে কোনও ক্রিকেট প্রেমীর কাছে স্বপ্ন। আর সেই স্বপ্ন যখন পূরণ হয়? নিজেদের সৌভাগ্যবান মনে করেন ওই ক্রিকেট প্রেমীরা। সম্প্রতি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) তাঁর এক খুদে ভক্তর মন ভালো করে দিয়েছেন। বিশ্ব ক্রিকেটে বাবর আজম ছাপ রাখা শুরু করেছেন। তাঁর ফ্যানের সংখ্যা নেহাতই কম নয়। সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে পাকিস্তানের (Sri Lanka vs Pakistan) টেস্ট সিরিজ জয়ের পর বাবর তাঁর এক ভক্তকে নিজের জার্সি উপহার দিয়েছেন। আর সেখানেই চমক। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে জার্সির নীচে ‘স্পোর্টস ব্রা’ পরে রয়েছেন বাবর আজম। সত্যিই কি তাই? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে এক ইনিংস ও ২২২ রানে হারানোর পর ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন বাবর আজম। সেখানে বাবরের একাধিক সমর্থক তাঁর নামে স্লোগান দিচ্ছিলেন। সেই সময় বাবর নিজের জার্সি খুলে তাঁর এক খুদে ভক্তকে দিয়ে দেন। এরপরই তাড়াহুড়ো করে তিনি সেখান থেকে চলে যান। যে খুদে ভক্তর হাতে জার্সি তুলে দেন বাবর সে শ্রীলঙ্কান।

প্রিয় তারকার কাছ থেকে তাঁর জার্সি উপহার পাওয়ার পর ওই খুদে ভক্ত বলে, ‘আমি এতটাই উচ্ছ্বসিত যে শ্বাস নিতেও পারছি না ঠিক করে। আমার জীবনে পাওয়া অন্যতম সেরা উপহার এটা। এই জার্সিটা ফ্রেমে বাঁধিয়ে আমি আমার বাড়িতে সযত্নে রাখব। কাউকে হাত দিতেও দেব না।’

এ তো গেল জার্সি পেয়ে বাবরের খুদে ভক্তর উচ্ছ্বাসের কথা। কিন্তু বাবর যখন ওই ভক্তকে তাঁর জার্সি খুলে দেন তখন দেখা যায় তিনি স্পোর্টস ব্রা-এর মতো কিছু পরেছিলেন। আসলে সেটি স্পোর্টস ব্রা এর মতো দেখতে হলেও তা স্পোর্টস ব্রা নয়। সেটি আসলে কমপ্রেশন ভেস্ট। যা দেখতে অনেকটা স্পোর্টস ব্রা-য়ের মতো। এতে একটি ডিভাইস থাকে। যা কাঁধের মধ্যে থাকে। এটি এতটাই হালকা হয়, যে যিনি পরেন এই কমপ্রেশন ভেস্ট তিনি ডিভাইসটির ব্যাপারে বুঝতেও পারেন না। ওই ডিভাইসে জিপিএস ট্র্যাকারও রয়েছে। যা বলে দেয় ওই প্লেয়ার কতবার দৌঁড়েছেন। তাতে তাঁর দৌড়ের গতি কতবার বেড়েছে এবং কমেছে। ডিভাইসটিতে একটি জাইরোস্কোপ এবং একটি ম্যাগনেটোমিটার রয়েছে। যা 3D তে খেলোয়াড়দের গতিবিধি পরিমাপ করার পাশাপাশি তাঁদের অবস্থান ট্র্যাক করে। এতে হার্ট রেট মনিটরও রয়েছে।

Next Article