নয়াদিল্লি: ভিসা ইস্যু নিয়ে পাকিস্তানের ‘রাজনৈতিক খেলা’ অবাক করছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরানোর যে দাবি তোলার কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি, তাও অযৌক্তিক বলে উড়িয়ে দিচ্ছেন বিসিসিআই।
ভারতীয় বোর্ডের এক সিনিয়র সদস্য এ নিয়ে বলেছেন, ‘মানি যে মন্তব্য করেছেন, সেটা সত্যিই অবাক করার মতো। লকডাউনের সময় আইসিসির নানা কার্যকলাপে প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ওঁর একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। তার পরও এই মন্তব্য করছেন কী করে, জানি না! একদম শিশুসুলভ মন্তব্য।’
আরও পড়ুন: জোকারের মুকুটে নয়া পালক
ক’দিন আগে মানি বলেছেন, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যাতে ভিসা পেতে সমস্যা না হয় ক্রিকেটার, কর্তা, ফ্যান ও মিডিয়ার লোকজনদের, তার জন্য প্রতিশ্রুতি দিতে হবে ভারতকে। তা যদি না পান তাঁরা, তা হলে দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরানোর দাবি তুলবেন।
বোর্ডের ওই কর্তা বলেছেন, ‘আমার তো মনে হয়, পাকিস্তান টিম যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলে, তার জন্য এখন থেকে রাস্তা তৈরি রাখছেন মানি। না হলে, এটা নিয়ে একটা রাজনৈতিক ইস্যু তৈরি করতে চাইছেন। এটা বোঝার মতো ক্ষমতা ওঁর আছে, কোনও দেশের কোনও সংস্থাই এই রকম প্রতিশ্রুতি দিতে পারে না।’
আরও পড়ুন: অলিম্পিকের জন্য নেট দুনিয়া থেকে সরলেন বজরং পুনিয়া
ভারত সরকারের তরফে ভিসা সংক্রান্ত ইস্যু নিয়ে স্পষ্ট গাইডলাইন দেওয়া আছে। দেশে যে কোনও আন্তর্জাতিক ইভেন্টের সময় কোনও বিদেশি প্লেয়ারকে ভিসা দেওয়া বাধ্যতামূলক। পাকিস্তান এটা জানে না, তা নয়। বোর্ডের ওই কর্তা তো সাফ বলছেন, ‘আইসিসি কি ইউএন-এর মতো কোনও স্ট্যান্ড নেবে? ওদের দেশে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ হবে না, ওই প্রতিশ্রুতি দিলে তবেই কি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলতে পারবে?’