জোকারের মুকুটে নয়া পালক
জার ফেডেরারকে ছুঁয়ে ফেললেন নোভাক জকোভিচ।
প্যারিস: রজার ফেডেরারকে (Roger Federer) ছুঁয়ে ফেললেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। এটিপি র্যাঙ্কিংয়ে এক নম্বরে (ATP No 1) সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। টানা ৩১০ সপ্তাহ এক নম্বরে থাকার রেকর্ড এতদিন ছিল রজার ফেডেরারের ঝুলিতে। ফেডেরারের সেই রেকর্ডে এ বার ভাগ বসালেন জকোভিচ। ১২০৩০ পয়েন্ট নিয়ে এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষে জোকার।
আরও পড়ুন: অলিম্পিকের জন্য নেট দুনিয়া থেকে সরলেন বজরং পুনিয়া
চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনে ড্যানিয়েল মেদভেদেভকে হারান ৯ বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। এটিপি র্যাঙ্কিংয়ে ড্যানিয়েল মেদভেদেভ রয়েছেন তিন নম্বরে। ২০ বারের গ্র্যান্ড স্লামজয়ী রাফায়েল নাদাল রয়েছেন ২ নম্বরে।
আরও পড়ুন: অশ্বিনকে একদিনের সিরিজে ফেরানো হোক: ব্র্যাড হগ
অস্ট্রেলিয়ান ওপেনে রাজত্ব করছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। জোকার যতবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন ততবারই খেতাব জিতেছেন। জোকোভিচের ঝুলিতেই এখন সব থেকে বেশিবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও। টেনিস বিশ্বের তারকা প্লেয়ার রজার ফেডেরার আর রাফায়েল নাদালের থেকে মাত্র দুই ধাপ দুরে রয়েছেন নোভাক জোকোভিচ।