মানসিক স্বাস্থ্য। সারা বিশ্বেই এখন অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দেয় ক্রীড়া সংস্থাগুলি। এ বার পাকিস্তান ক্রিকেট বোর্ডও সেই পথে। সামনেই এশিয়া কাপ ক্রিকেট। এ বারের টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। আয়োজক পাকিস্তান হলেও বেশির ভাগ ম্যাচ হবে শ্রীলঙ্কায়। এশিয়া কাপের পর আরও বড় টুর্নামেন্ট রয়েছে। অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিস্তারিত জেনে TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বাবর আজমদের জন্য ক্রীড়া মনোবিদ নিয়োগ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রীড়া মনোবিদ ডা. মকবুল বাবরি এই দায়িত্ব সামলাবেন। এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের পাশাপাশি এশিয়া কাপেও দায়িত্বে থাকবেন মকবুল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে নিশ্চিত করেন, ‘কয়েকজন প্লেয়ার আগেও তাঁর পরামর্শ নিয়েছে। এ বার পাকিস্তান টিমের সঙ্গে কাজ করবেন ডা. মকবুল বাবরি।’
টানা ক্রিকেট। সে কারণেই প্লেয়ারদের মানসিক ভাবে তরতাজা রাখতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর মধ্যে দুটি বড় টুর্নামেন্ট থাকায় ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের দিকে বাড়তি জোর দিচ্ছে পিসিবি। ক্রিকেটের বাইরেও প্লেয়ারদের ব্যক্তিগত কোনও সমস্যা থাকলে, তা নিয়েও মনোবিদের সঙ্গে আলোচনা করতে পারবেন ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে লাহোরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেবেন পাকিস্তান ক্রিকেটাররা। তিন দিনের শিবিরের পর শ্রীলঙ্কা রওনা হবে পাক ক্রিকেট দল।