কলম্বো : লঙ্কা প্রিমিয়র লিগে ফিরে এল সাপ! ক্রিকেট ম্যাচ চলাকালীন অনেক সময়ই কোনও পশু, পাখি ঢুকে পড়ে মাঠে। যে কারণে খেলায় ব্যাঘাত ঘটে কিছুক্ষণের জন্য। কিন্তু লঙ্কা প্রিমিয়র লিগে যা ঘটছে তা রীতিমতো আতঙ্কের। এলপিএল (LPL 2023) শুরু হওয়ার দ্বিতীয় দিনই ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েছিল সাপ। শনিবার ফের লাইভ ম্যাচে সাপের প্রবেশ ঘটে। রবিবার তৃতীয় বারের জন্য ম্যাচ চলাকালীন ফের সাপের উপদ্রব। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। কারণ তৃতীয় বারের ঘটনায় সাপের ছোবল খেতে খেতে জোর বেঁচে গিয়েছেন পেসার ইসরু উদানা। ঘটনার সময় ফিল্ডিং করছিলেন তিনি। কী হয়েছিল? বিস্তারিত জেনে TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
শনিবার লঙ্কা প্রিমিয়র লিগের ম্যাচ চলাকালীন ক্যামেরাম্যান বাউন্ডারির দিকে তাক করেন ক্যামেরা। দেখেই শিউরে উঠতে হয়। বাউন্ডারির রোপের কাছে ইতিউতি ঘুরে বেড়াচ্ছে সাপ! ১৩ অগস্ট, রবিবার ফের একই ঘটনা। তবে এ বার আর বাউন্ডারিতে নয়, সাপ ঢুকে পড়ল সোজা মাঠের মাঝখানে। ম্যাচটি চলছিল জাফনা কিংস এবং লভ ক্যান্ডির মধ্যে। ফিল্ডিংয়ে ব্যস্ত উদানা জানতেন না তাঁর পিছনেই সাক্ষাৎ যমদূত। এক পা পিছলেই সাপের মাথায় পা পড়ত ক্রিকেটারের। সামনের দিকে তাকিয়ে পিছনে পিছিয়ে আসছিলেন উদানা। কী মনে করে হঠাৎ করেই পিছনে ফিরে তাকাতেই চমকে যান। এক পা দূরেই সাপ! ভয়ে গিয়ে দূরে সরে যান তিনি।
Snake in LPL…!!!!
A lucky escape for Udana. pic.twitter.com/R3Gg2yxVkh
— Johns. (@CricCrazyJohns) August 13, 2023
প্রায়শই মাঠে সাপ বেরনোর ঘটনায় চিন্তা বাড়াচ্ছে। বহু বিদেশি খেলোয়াড় এই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিয়েছেন। সাপ ঢুকে পড়ায় শুধু খেলায় ব্যাঘাত ঘটছে তা নয়। ক্রিকেটারদের প্রাণ সংশয়ও হতে পারে। আর কয়েকদিনের মধ্যে শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ। ভারতীয় দল প্রতিটি ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। এভাবে যদি দ্বীপরাষ্ট্রের ক্রিকেট মাঠগুলিতে সাপ ঢুকে পড়ে তাহলে বিসিসিআইয়ের চিন্তার বিষয় বইকি। এশিয়া কাপ শুরু হওয়ার আগেই সাপের উপদ্রব কমানোর ব্যবস্থা নিতে হবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে।