Milap Mewada : বিশ্বকাপের আগে আফগানিস্তানের মাস্টারস্ট্রোক, কোচের পদে ভারতীয় ক্রিকেটার!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 14, 2023 | 7:00 AM

সেপ্টেম্বরে এশিয়া কাপ এবং অক্টোবর-নভেম্বরে ওডিআই বিশ্বকাপ হওয়ার কথা। এই দুটি বড় টুর্নামেন্টে দলের ব্যাটিং বিভাগকে আরও ঝকঝকে করে তোলার দায়িত্ব থাকবে মিলাপ মেওয়াদার উপর।

Milap Mewada : বিশ্বকাপের আগে আফগানিস্তানের মাস্টারস্ট্রোক, কোচের পদে ভারতীয় ক্রিকেটার!

Follow Us

নয়াদিল্লি : এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপের (ICC Cricket World Cup 2023) আগে আফগানিস্তান দলের সঙ্গে যুক্ত হলেন এক ভারতীয়। আফগান ক্রিকেট বোর্ড (ACB) বরোদার প্রাক্তন উইকেটকিপার ব্যাটার মিলাপ মেওয়াদাকে (Milap Mewada) সিনিয়র দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করেছে। বাংলাদেশের বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য মেওয়াদাকে আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু সেটি ছিল একটি মাত্র অ্যাসাইনমেন্ট। সিরিজ শেষ হওয়ার পর এসিবি তাঁর চুক্তি ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বিস্তারিত জেনে TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এশিয়া কাপ ও বিশ্বকাপের দায়িত্ব

সেপ্টেম্বরে এশিয়া কাপ এবং অক্টোবর-নভেম্বরে ওডিআই বিশ্বকাপ হওয়ার কথা। এই দুটি বড় টুর্নামেন্টে দলের ব্যাটিং বিভাগকে আরও ঝকঝকে করে তোলার দায়িত্ব থাকবে মিলাপ মেওয়াদার উপর। আফগানিস্তান এখনও পর্যন্ত আইসিসি টুর্নামেন্টে চমকপ্রদ কিছু করতে পারেনি। এ বারের বিশ্বকাপ ভারতে। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের মেওয়াদারের অভিজ্ঞতা কাজে লাগবে। যে কারণে আফগান ক্রিকেট বোর্ড তাঁকে এই দায়িত্বে তুলে দিয়েছে।

ঘরোয়া ম্যাচে কোচিং করানোর অভিজ্ঞতা

৪৮ বছর বয়সী মিলাপ মেওয়াদারের ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি জম্মু কাশ্মীর এবং হায়দরাবাদের সঙ্গে কাজ করেছেন। বাংলাদেশে দলে যোগ দেওয়ার আগে কয়েক সপ্তাহ আফগানিস্তানের সঙ্গে কাজ করেছেন মেওয়াদা। সংযুক্ত আরব আমিরশাহিতে দলের ক্যাম্পে ছিলেন তিনি। ২০১৮ সালে তিনি জম্মু ও কাশ্মীরের হেড কোচ ছিলেন। একই সময়ে বরোদা টিমের সতীর্থ ইরফান পাঠান মেন্টর হিসেবে দলে যোগ দেন। আফগানিস্তান দলের বড় দায়িত্ব পাওয়ায় মিলাপকে অভিনন্দন জানিয়েছেন ইরফান পাঠানও।

উইকেটকিপার ব্যাটার মিলাপ মেওয়াদারের কেরিয়ার বেশিদিন টেকেনি। শুধুমাত্র ১১টি প্রথম শ্রেণির এবং ২৬টি লিস্ট এ ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। শেষ পেশাদার ম্যাচ খেলেছিলেন ২০০৪ সালে। এরপর কোচিংয়ে নামেন। বরোদার সহকারী কোচও ছিলেন তিনি। তাঁর কোচিংয়ে ছত্তিশগড় অনূর্ধ্ব-১৯ দল ঘরোয়া টুর্নামেন্টের নকআউটে পৌঁছেছিল।

Next Article