কলকাতা : আইপিএলে সারা বিশ্বের ক্রিকেটাররা খেলেন। জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের ক্রিকেটাররাও রয়েছেন। অথচ পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে দেখা যায় না। আসলে পাক ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণের অনুমতি নেই। দুই দেশের রাজনৈতিক সমীকরণের উপর ভিত্তি করে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ দীর্ঘদিন। আইপিএলেও (IPL) পাক ক্রিকেটারদের খেলায় বাধা রয়েছে। ২০০৮ সালে প্রথম সংস্করণে খেলেছিলেন পাক ক্রিকেটাররা (Pakistan Cricket)। তারপর ইন্ডিয়ান প্রিমিয়র লিগে দেখা গিয়েছিল পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আজহার মাহমুদকে। তবে মাহমুদের কাছে তখন ছিল ব্রিটিশ পাসপোর্ট। ২০২৪ সালের আইপিএলে ঠিক একইভাবে খেলার স্বপ্ন দেখছেন পাকিস্তানের জাতীয় দলে খেলা এক ক্রিকেটার। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর ইংল্যান্ডে খেলতে চান না। ওই পাক ক্রিকেটারের স্বপ্ন আইপিএলের মঞ্চে খেলা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির বর্তমানে ইংল্যান্ডে থাকেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অনেকটা সময় পার হয়ে গিয়েছে। প্রাক্তন পাক পেসার এখন পরিবারের সঙ্গে ব্রিটেনে থাকেন এবং খুব শীঘ্রই ব্রিটিশ নাগরিকত্ব পেতে চলেছেন। ২০২৪ সালে আমির ব্রিটিশ নাগরিক হবেন। তাই আইপিএলে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। কারণ তিনি তখন আর পাকিস্তানি থাকবেন না। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আমির তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন। ব্রিটিশ নাগরিকত্ব পেলেও ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। তবে আইপিএলে অংশগ্রহণের দরজা খোলা রেখেছেন তিনি।
আমির বলেন, “প্রথমে বলে দিই, আমি ইংল্যান্ডের হয়ে খেলব না। আমি পাকিস্তানের হয়ে খেলেছি। আর আইপিএলের পরের মরসুম শুরু হতে আরও এক বছর বাকি। সেই সময় কী হবে জানি না। তবে আমি সবসময় ধাপে ধাপে যাব। ২০২৪ আইপিএল নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছি। ভবিষ্যতের কথা কেউ জানে না। কবে পাসপোর্ট পাব তাও এখনও জানি না।”
ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়ায় আমিরের কেরিয়ার শেষ হয়ে যায়। ২০১৬ সালে প্রত্যাবর্তন করেছিলেন কিন্তু সাফল্য অর্জন করতে পারেননি। ২০১৯ সালে আমির টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন এবং তারপর ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। বর্তমানে তিনি টি-২০ লিগ এবং পাকিস্তান সুপার লিগে খেলা চালিয়ে যাচ্ছেন।