ICC ODI World Cup 2023: বাবরদের কাছে নিরাপদ কলকাতা, বিশ্বকাপ ম্যাচগুলি ইডেনে খেলার প্রস্তাব পাকিস্তানের!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 12, 2023 | 7:22 AM

চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ। টুর্নামেন্টে পাকিস্তান মাত্র দুটি নির্দিষ্ট ভেনুতে খেলতে চায়।

ICC ODI World Cup 2023: বাবরদের কাছে নিরাপদ কলকাতা, বিশ্বকাপ ম্যাচগুলি ইডেনে খেলার প্রস্তাব পাকিস্তানের!
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: ক্রিকেটের নন্দন কানন সাক্ষী থাকবে ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান (India vs Pakistan) হাইভোল্টেজ ম্যাচের? সম্ভাবনা জোরালো হচ্ছে। এশিয়া কাপে আয়োজন নিয়ে ডামাডোলের মধ্যে শোনা গিয়েছিল, ভারতে ওডিআই বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) বয়কট করতে চায় পাকিস্তান। এখন মত বদলেছে। বয়কটের চেয়ে নির্দিষ্ট কয়েকটি ভেনুতে নিজেদের ম্যাচগুলি খেলার প্রস্তাব রেখেছে পাকিস্তান। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পছন্দের তালিকায় রয়েছে দুটি ভেনু। প্রথমেই তারা বেছে নিয়েছে ইডেন গার্ডেন্সকে। আইসিসি সূত্র অনুযায়ী, ভারতে নিজেদের শেষ সফরের সময় কলকাতাকে সবচেয়ে বেশি নিরাপদ বলে মনে হয়েছিল তাদের। তাই নিজেদের ম্যাচগুলি ইডেন গার্ডেন্সে (Eden Gardens) খেলতে চান বাবর আজমরা। পছন্দের তালিকায় রয়েছে আরও একটি ভেনু। সেটা কোথায়? তুলে ধরল TV9 Bangla

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে পারে ৫০ ওভারের বিশ্বকাপ। আমেদাবাদ, লখনউ, মুম্বই, রাজকোট, বেঙ্গালুরু, দিল্লি, ইন্দোর, গুয়াহাটি এবং হায়দরাবাদ-সহ সারা দেশের ১২টি শহরে এর ৪৬টি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি পাকিস্তান চেন্নাইতেও ম্যাচ খেলতে চায়।  পাকিস্তান ক্রিকেট বোর্ড, আইসিসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছে। আইসিসির একটি সূত্র জানিয়েছে, “বিসিসিআই এবং ভারত সরকার কী সিদ্ধান্ত নেয় তার উপর অনেক কিছু নির্ভর করবে। তবে পাকিস্তান তাদের বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ কলকাতা এবং চেন্নাইতে খেলতে চায়।”

সূত্র আরও জানিয়েছে, ‘২০১৬ টি-২০ বিশ্বকাপে কলকাতায় ভারতের বিরুদ্ধে ম্যাচের সময় পাকিস্তানের ক্রিকেটাররা নিরাপত্তা নিয়ে বেশ খুশি ছিল। আর চেন্নাই হল পাকিস্তানের জন্য স্মরণীয় জায়গা। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আসন সংখ্যা ১ লাখ ৩২ হাজার। আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা আইসিসির জন্য একটি লাভজনক চুক্তি হবে। বিশ্বকাপের ফাইনাল এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ হবে অন্য কোনও ভেন্যুতে।

সম্প্রতি, আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান বলেন, “বিশ্বকাপের সময় বাংলাদেশে তাদের ম্যাচগুলি খেলতে পারে পাকিস্তান।” কিন্তু পিসিবি চেয়ারম্যান নজম শেঠি এবং আইসিসি তা অস্বীকার করেছে। মোহালিতে ২০১১ সালের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলেছিল পাকিস্তান। এবার অবশ্য বিসিসিআই-এর বিশ্বকাপ ভেন্যু তালিকায় নেই মোহালি।

Next Article