PAK vs NED, ICC World Cup 2023 Highlights: বোলারদের দাপটে জিতল পাকিস্তান

| Edited By: | Updated on: Oct 06, 2023 | 9:51 PM

PAKISTAN vs NETHERLANDS, ICC World Cup 2023 Live Updates: বাছাই পর্বে সাধ্য মতো লড়াই দিয়ে বিশ্বকাপের মাঠে নামার যোগ্যতা অর্জন করেছে ডাচরা। ওপেনিং ম্যাচে পাকদের বিরুদ্ধে কঠিন লড়াই দিতে হাজির হবেন ডাচ তারকারা। অন্যদিকে নাসিম শাহকে ছাড়াই বিশ্বকাপ অভিযান শুরু করবে বাবর আজমের পাকিস্তান। এই ম্যাচের লাইভ স্কোর পাবেন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।

PAK vs NED, ICC World Cup 2023 Highlights: বোলারদের দাপটে জিতল পাকিস্তান
পাকিস্তান বনাম নেদারল্যান্ডস

হায়দরাবাদ: ওডিআই বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নেদারল্যান্ডস। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা স্টেডিয়াম চত্তর। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে অভিযান শুরু করল বাবর আজমের পাকিস্তান। ডাচদের ২৮৭-এর টার্গেট দিয়ে শেষ হয় প্রথম ইনিংস। তবে লক্ষ্যের কাছাকাছিও যেতে পারেনি ডাচরা। একের পর এক উইকেট হারিয়ে ক্রমশ শক্তি ক্ষয় হতে থাকে নেদারল্যান্ডসের। বাছাই পর্বে যোগ্যাতা অর্জন করলেও আসল পরীক্ষায় সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি ডাচরা। তবে ব্যাটে-বলে নজর কাড়েন বাস ডি লিড। এই ম্যাচের লাইভ স্কোর পাবেন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 06 Oct 2023 09:16 PM (IST)

    ICC World Cup: বড় জয় পাকিস্তানের

    সবুজ শিবিরের সামনে মাথা তুলে দাঁড়াতে পারল না ডাচরা। ২০৫ রানে অলআউট। ৮১ রানে জয় পেল পাকিস্তান।

  • 06 Oct 2023 08:39 PM (IST)

    ICC World Cup:ফের উইকেট হারলো নেদারল্যান্ডস

    ফের উইকেট হারালো ডাচরা। প্যাভেলিয়নে ফিরে গেলেন বাস ডি-লিড।

  • 06 Oct 2023 08:35 PM (IST)

    ICC World Cup 2023: শক্তি হারাচ্ছে ডাচরা

    ৬ উইকেট হারালো নেদারল্যান্ডস।

  • 06 Oct 2023 08:05 PM (IST)

    ICC World Cup 2023: পর-পর উইকেট!

    এক বলের ব্যবধানে জোড়া উইকেট হারলো নেদারল্যান্ডস।

  • 06 Oct 2023 07:50 PM (IST)

    ICC World Cup 2023: মাঠ ছাড়লেন বিক্রমজিৎ

    শেষ রক্ষা হল না! হাফ সেঞ্চুরি করেই প্য়াভেলিয়নে ফিরতে হল বিক্রমজিৎকে।

  • 06 Oct 2023 07:48 PM (IST)

    ICC World Cup 2023: হাফ সেঞ্চুরি ভারতের বংশদূতের

    ডাচদের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি ভারতীয় বিক্রমজিৎ সিং-এর। ৬৫ বলে ৫০ পার করলেন তিনি।

  • 06 Oct 2023 06:59 PM (IST)

    ICC World Cup 2023: ফের উইকেট হারালো ডাচরা

    ইফতিকার আহমেদের হাতে আউট কলিন অ্যাকারম্যান।

  • 06 Oct 2023 06:53 PM (IST)

    ICC World Cup 2023: ১০ ওভার শেষে

    পাকিস্তান প্রথম ১০ ওভারের মধ্যে ৪২ রানে ৩ উইকেট হারিয়েছিল। রান তাড়ায় তুলনামূলক ভালো শুরু নেদারল্যান্ডসের। প্রথম পাওয়ার প্লে-তে মাত্র ১ উইকেট হারিয়ে ৪৮ রান তুলে নিয়েছে।

  • 06 Oct 2023 06:34 PM (IST)

    ICC World Cup 2023: ডাচ শিবিরে প্রথম ধাক্কা

    হাসান আলির শর্ট পিচ ডেলিভারিতে পুল শট খেলেছিলেন ম্যাক্স ও’ডাউড। যদিও ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ হয়নি। বাউন্ডারি লাইনে ক্যাচে ফিরলেন ও’ডাউড। ক্রিজে কলিন অ্যাকারম্যান।

  • 06 Oct 2023 06:12 PM (IST)

    ICC World Cup 2023: ক্রিজে বিক্রমজিৎ-ও’ডাউড

    বোলিং ওপেন শাহিন আফ্রিদি। ক্রিজে নেদারল্যান্ডসের ওপেনার ভারতীয় বংশোদ্ভূত বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও’ডাউড

  • 06 Oct 2023 05:46 PM (IST)

    ICC World Cup 2023: নেদারল্যান্ডসের সামনে লক্ষ্য ২৮৭ রান

    এক যুগ পর ওয়ান ডে বিশ্বকারে যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস। তাদের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভার ব্যাটই করতে পারল না পাকিস্তান! ৪৯ ওভারে, ২৮৬ রানেই আলআউট। প্রথম পাওয়ার প্লে-তে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। মহম্মদ রিজওয়ান-সাউদ শাকিল জুটি পরিস্থিতি কিছুটা সামাল দেয়। শেষ দিকে শাদাব খান কিছুটা অবদান রাখেন। নেদারল্য়ান্ডসের সামনে লক্ষ্য ২৮৭ রান।

  • 06 Oct 2023 05:16 PM (IST)

    ICC World Cup 2023: ফের উইকেট!

    মাঠ ছাড়লেন হাসান আলি। তাঁকে ঘরে ফেরালেন বাস ডি-লিড। পর পর দু-বলে শাদাব খান ও হাসান আলিকে ফেরান। বাস ডি লিডের কাছে সুযোগ ছিল নেদারল্যান্ডসের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক করার। যদিও হ্যাটট্রিক বল ভালো ভাবেই সামলে দেন শাহিন আফ্রিদি। অল্পের জন্য নজির গড়া হল না।

  • 06 Oct 2023 04:30 PM (IST)

    ICC World Cup 2023: ফের উইকেট হারালো পাকিস্তান

    ইফতিকার আহমেদকে  ঘরে ফেরালেন বাস ডি-লিড।

  • 06 Oct 2023 04:07 PM (IST)

    ICC World Cup 2023: ‘ঘরের মাঠে’ উইকেট নিলেন আর্য

    সুইপ না ড্রাইভ! দ্বিধায় ভুগলেন সাউদ শাকিল। ভারতীয় বংশোদ্ভূত আর্য দত্তর প্রথম বিশ্বকাপ উইকেট। শাকিলকে ফিরিয়ে জুটি ভাঙলেন।

  • 06 Oct 2023 03:57 PM (IST)

    ICC World Cup 2023: হাফসেঞ্চুরিতে রিজওয়ানও

    পাক ইনিংসে ভরসা দিচ্ছেন অভিজ্ঞ মহম্মদ রিজওয়ানও। শাকিলের পর হাফসেঞ্চুরিতে রিজওয়ানও।

  • 06 Oct 2023 03:50 PM (IST)

    ICC World Cup 2023: ঝুলি ভরছে পাকিস্তানের

    ২৫ ওভার শেষে বাবরদের ঝুলিতে ১৪১ রান। উইকেট হারিয়েছে ৩ টি।

  • 06 Oct 2023 03:43 PM (IST)

    ICC World Cup 2023: হাফসেঞ্চুরিতে শাকিল

    আঘা সলমন নাকি সাউদ শাকিল, পাকিস্তান টিমে এই নিয়েই দ্বন্দ্ব ছিল। শেষ অবধি শাকিলকে খেলানো হয়। মাত্র ৩২ বলে হাফসেঞ্চুরি সাউদ শাকিলের। ভারতের মাটিতে প্রথম, বিশ্বকাপেও প্রথম ম্যাচ। এ বারের বিশ্বকাপে পাকিস্তানের প্রথম হাফসেঞ্চুরি এল তরুণ সাউদ শাকিলের ব্যাটে।

  • 06 Oct 2023 03:40 PM (IST)

    ICC World Cup 2023: শতরানের জুটির দিকে

    মহম্মদ রিজওয়ান এবং সাউদ শাকিলের অনবদ্য জুটি। ইতিমধ্যেই ৯১ রানের জুটি গড়ে ফেলেছে। পাকিস্তান ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায়।

  • 06 Oct 2023 03:16 PM (IST)

    Asian Games, Archery: রুপো পেলেন অতনুরা

    আর্চারিতে পুরুষদের রিকার্ভ টিম রুপো পেল। এই দলের সদস্যরা হলেন অতনু দাস, ধীরজ ও তুষার।

  • 06 Oct 2023 02:41 PM (IST)

    ICC World Cup 2023: ফের উইকেট হারাল পাকিস্তান

    আবার আউট! প্যাভেলিয়নে ফিরে গেলেন ইমাম-উল হক।

  • 06 Oct 2023 02:36 PM (IST)

    ICC World Cup 2023: আউট পাক অধিনায়ক বাবর

    ভারতের মাটিতে প্রথম ইনিংস। বিশ্বকাপে শুরুটা ভালো হল না পাকিস্তান অধিনায়কের। মাঠে নেমেই ফিরে গেলেন পাক অধিনায়ক বাবর আজম।

  • 06 Oct 2023 02:15 PM (IST)

    ICC World Cup 2023: শুরুতেই উইকেট হারাল পাকিস্তান

    মাঠে নেমেই ফিরে গেলেন ফাকার জামান। গত দশ ম্যাচের মতো বিশ্বকাপেও ব্যর্থতা জারি ফাকারের ব্যাটে। পাক ওপেনারের উইকেট নিলেন ভ্যান বিক। মাঠে নামলেন অধিনায়ক বাবর আজম।

  • 06 Oct 2023 02:05 PM (IST)

    ICC World Cup 2023: ডাচদের ভরসা লোভান ভ্যান বিক

    ডাচদের হয়ে প্রথম বোলিং-এর দায়িত্ব পেয়েছেন লোগান ভ্যান বিক।

  • 06 Oct 2023 01:59 PM (IST)

    ICC World Cup 2023: মহাযুদ্ধ শরু!

    পাকিস্তানের হয়ে যুদ্ধের ময়দানে ব্যাট হাতে নেমেছেন ইমাম-উল হক ও ফাকার জামান।

  • 06 Oct 2023 01:35 PM (IST)

    ICC World Cup 2023: টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত ডাচদের

    টস জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড।

  • 06 Oct 2023 01:23 PM (IST)

    ICC World Cup 2023: পাকিস্তানের বড় পরীক্ষা

    পড়ুন বিস্থারিত: ভারতের মাটিতে পাকিস্তানের ‘প্রথম’ ম্যাচে সামনে নেদারল্যান্ডস

Published On - Oct 06,2023 1:00 PM

Follow Us: