চেন্নাই: বিশ্বকাপে (ICC ODI World Cup) টানা তিন ম্যাচে হার। বাবর আজমের পাকিস্তান (Pakistan) এই পরিস্থিতি কাটিয়ে উঠতে মরিয়া। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা গ্রিন আর্মির আজ লড়াই দুরন্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে। পাকিস্তানের জন্য আজকের ম্যাচ মরণ-বাঁচন ম্যাচ। এই ম্যাচে গ্রিন আর্মি হেরে গেলে এ বারের মতো সেমিফাইনালের রাস্তা প্রায় বন্ধ হয়ে যাবে পাকিস্তানের। টানা হারের জেরে চরম সমালোচিত হচ্ছে পাক টিম। গ্রিন আর্মির অধিনায়ক বাবর আজমকে নিয়েও কম সমালোচনা হচ্ছে না। অবশ্য এই সমালোচনা মেনে নিচ্ছে পাক শিবির। চলতি বিশ্বকাপে সেই অর্থে আশানুরূপ পারফর্ম করতে পারেনি পাকিস্তান। এ বার দেখার প্রোটিয়াদের বিরুদ্ধে আজ চেন্নাইয়ে কোন পরিকল্পনা কাজে লাগায় পাকিস্তান। বিস্তারিত জানুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আজ চিপকে বাবর আজমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামবেন। তার আগে পাক সহ-অধিনায়ক শাদাব খান জানিয়েছেন, ডু-অর-ডাই ম্যাচ মানেই স্নায়ুর চাপ বেশি। তবে অনেক দলের ক্ষেত্রে এই সমীকরণ আলাদাও হয়। তাঁর কথায়, ‘এটা নির্ভর করছে কোন দল খেলছে তার উপর। অনেক সময় হয় কিছু হারানোর থাকে না। তাই চাপ কম হয়। এমন ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত। তাই ম্যাচে যত সম্ভব ইতিবাচক ভাব, পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতে হবে। তা হলে ফল পাওয়া যাবে। আমাদের দল এই রকম পরিস্থিতি থেকে অতীতে বেরিয়ে এসেছে। এবং ভালো পারফর্ম করেছে। ফলে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা আমাদের পক্ষে সম্ভব। আমি আশাবাদী এই ম্যাচ থেকে জয়ের সারণিতে আমরা ফিরব।’
দুই ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করলেও টানা তিন ম্যাচ হেরে পাহাড় প্রমাণ চাপ পাক শিবিরে। সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে বাকি ৪ ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে। অন্যদিকে প্রোটিয়া শিবির অবশ্য পাকিস্তানের মোকাবিলা করার জন্য তৈরি। বাবররা ৩ ম্যাচে হেরেছেন বলে তেম্বা বাভুমারা কোনও দিক থেকেই পাকিস্তানকে দূর্বল বলে ধরছে না। বরং পাকিস্তানের শক্তি ও দূর্বলতা বিশ্লেষণ করেই আজকের ম্যাচের জন্য তৈরি হয়েছে প্রোটিয়া শিবির। এ বার দেখার চিপকে আজকের ম্যাচ কতটা জমে ওঠে। উল্লেখ্য, ওডিআই বিশ্বকাপে দুই দলের মোট ৫ বার সাক্ষাৎ হয়েছে। তাতে প্রোটিয়ারা জিতেছে ৩ ম্যাচ আর পাকিস্তান ২ ম্যাচ। অবশ্য ১৯৯৯ সাল ওডিআই এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের একটিদেও দক্ষিণ আফ্রিকার কাছে হারেনি পাকিস্তান।