করাচি: করোনার (COVID-19) থাবায় স্থগিত ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে (ODI) সিরিজ। আগামী বছর জুনে তা হবে। টি-টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজ খেলার জন্য পাকিস্তানে (Pakistan) পা দিয়েই ভাইরাস আক্রান্ত হয়েছিল ক্যারিবিয়ান টিম। তিন ক্রিকেটার সহ এক সাপোর্ট স্টাফের কোভিড টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছিল। পুরো সিরিজ বাতিল হয়ে যাবে কিনা, তা নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হয়েছে। কিন্তু ওয়ান ডে সিরিজ আপাতত বাতিল ঘোষণা করা হল।
বৃহস্পতিবার সকাল থেকেই রটে যায়, ওয়েস্ট ইন্ডিজ টিমের আরও কিছু ক্রিকেটার করোনা সংক্রমিত হয়েছেন। করাচিতে শেষ টি-টোয়েন্টি ম্যাচ নাও হতে পারে। সে সম্ভাবনা উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত ম্যাচ হয়েছে। ঘরের মাঠে ক্যারিবিয়ান টিমকে কুড়ি-বিশের সিরিজে হোয়আইটওয়াশ করেছে বাবর আজমের টিম। পরে এক যুগ্ম বিবৃতিতে দুই দেশের বোর্ড বলেছে, ‘বৃহস্পতিবার সকালে ওয়েস্ট ইন্ডিজ টিমের সবার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর সিরিজের শেষ ম্যাচটা আয়োজন করা গিয়েছিল। কিন্তু দুটো টিমের ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে ওয়ান ডে সিরিজ আপাতত স্থগিত রাখা হচ্ছে। আগামী বছর তা হবে।’
এক দিকে যখন করোনার ভ্রুকুটি, তখন দুরন্ত ফর্মে মহম্মদ রিজওয়ান। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিস্ফোরক খেলেই চলেছেন। ঘরের মাঠে প্রথম দুটো টি-টোয়েন্টিতে বাবর সহ অন্য ব্যাটসম্যানরা বর্থ হলেও রানের ফুলঝুরি রিজওয়ানের ব্যাটে। শেষ ম্যাচে ৪৫ বলে ৮৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। যদি আউট না হতেন হয়তো সেঞ্চুরিও করে ফেলতেন। ম্যাচের তো বটেই, সিরিজেরও সেরা রিজওয়ানই। প্রথম দু’ম্যাচে ব্যর্থ হলেও সিরিজের শেষ ম্যাচে ৫৩ বলে ৭৯ করেছেন পাক অধিনায়ক বাবর। ওয়েস্ট ইন্ডিজের ২০৮ তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতে জিতে যায় পাকিস্তান।
রিজওয়ান এখন টি-টোয়েন্টির দুনিয়ায় নতুন তারকা। এক ক্যালেন্ডার ইয়ারে ২ হাজারেরও বেশি রান করার কৃতিত্ব অর্জন করে ফেললেন। যে রেকর্ড বিশ্ব ক্রিকেটে আর কারও নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুধু ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২০৩ রান করেছেন তিনি।
টি-টোয়েন্টিতে বর্তমানে পাকিস্তানের বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের ওপেনিং জুটি এক্কেবারে সুপারহিট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজে এই জুটি ভারতীয় ওপেনিং জুটি রোহিত শর্মা ও কেএল রাহুলকেও ছাপিয়ে গেছেন। টি-২০-তে ওপেনিং জুটি হিসেবে রোহিত-রাহুল সেঞ্চুরি করেছেন ৫টি। অন্যদিকে বাবর-রিজওয়ান ওপেনিং জুটির নামের পাশে রয়েছে ৬টি শতরান।
একদিকে ওয়েস্ট ইন্ডিজকে বাবররা হোয়াইটওয়াশ করলেন ঠিকই, অন্যদিকে তাঁদের ফিল্ডিংয়ের দিকটা কিন্তু বেশ ভাবাচ্ছে। সহজ ক্যাচ মিস করেছেন পাক ক্রিকেটাররা। এবং এমনই এক ক্যাচ মিসের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে মহম্মদ নাওয়াজের (Mohammad Nawaz ) বল বাউন্ডারির উদ্দেশ্যে পাঠান শমরা ব্রুকস (Shamarh Brooks)। সেই বল গিয়ে পড়ে মোহাম্মদ হাসনাইন এবং ইফতিখার আহমেদের মাঝখানে। দু’জনই সেই ক্যাচ নিতে গেলেও সেটি মাটিতে পড়ে যায়। আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।
Mohammad Hasnain recreates the famous Saaed Ajmal drop catch ? #PAKvsWI pic.twitter.com/keCS4sPv1U
— Adish ?? (@36__NotAllOut) December 16, 2021
আরও পড়ুন: India Tour of South Africa: ম্যান্ডেলার দেশে পৌঁছে গেল কোহলির ভারত, দেখুন ছবি