কলকাতা: ৫ নভেম্বর ৩৫তম জন্মদিন বিরাট কোহলির (Virat Kohli)। ওই দিন ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। বিরাটকে জন্মদিনের উষ্ণতা জানাতে তৈরি হচ্ছে কলকাতা। গ্যালারিতে ৭০ হাজার মুখোশ থাকবে বিরাট কোহলির। কেক কাটবে সিএবি। রবিবারের ওই উৎসবের আগে ক্রিকেটের সবচেয়ে প্লেয়ারের বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেল। আর তা শুরু করে দিলেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। টুইট করে বিরাটকে আগাম শুভেচ্ছার পাশাপাশি করলেন এক দারুণ ভবিষ্যদ্বাণী। TV9Bangla Sportsএর এই প্রতিবেদনে বিস্তারিত।
ভারত-পাকিস্তান ম্যাচ থাকলে বাবর আজমকে আলাদা করে কথা বলতে দেখা যায় বিরাটের সঙ্গে। আমেদাবাদে ভারতের কাছে লজ্জার হারের পরও একই ছবি দেখা গিয়েছিল। বিরাটের কাছে জার্সি ও তাঁর সই চেয়েছিলেন বাবর। তা নিয়ে কম বিতর্ক হয়নি। শুধু বাবর কেন পাকিস্তানের অন্যান্য ক্রিকেটাররাও বিরাটের মতো পেশাদারিত্ব, দায়বদ্ধতা ও খেলার প্রতি প্যাশনকে অনুসরণ করার চেষ্টা করেন। রিজওয়ান তাঁদেরই একজন। এই বিশ্বকাপে টিমের হাল খারাপ হলেও পাকিস্তানের উইকেট কিপার সেঞ্চুরিও করেছেন। বাংলাদেশকে হারিয়ে জয়ে ফিরেছে টিম। সেই তিনিই বিরাটকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানালেন।
একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রিজওয়ান বলেছেন, ‘৫ নভেম্বর ওর জন্মদিন। আমি নিজের জন্মদিন পালন করি না। কিন্তু ওকে এখনই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাখছি।’ এই পর্যন্ত ঠিকই ছিল। ভারত এই প্রথম একক ভাবে বিশ্বকাপ আয়োজন করছে। তারই মধ্যে বিরাটের জন্মদিন বিশ্বকাপের মেগা ইভেন্ট হয়ে উঠবে, সন্দেহ নেই। রিজওয়ান শুধু শুভেচ্ছা জানিয়ে থামেননি, ভবিষ্যদ্বাণীও করে বসেছেন। বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা বিরাটকে নিয়ে পাক কিপার বলেছেন, ‘আশা করি বিরাট ওর জন্মদিনে ৪৯তম ওয়ান ডে সেঞ্চুরিটা করে ফেলবে। একই সঙ্গে এই আশাও করি, ৫০তম ওয়ান ডে সেঞ্চুরিটাও এই বিশ্বকাপেই করে ফেলবে বিরাট।’