Shaheen Afridi: আমিরশাহির টি-২০ লিগে পাকিস্তানের তড়কা! ILT20-তে যোগ দিলেন শাহিন আফ্রিদি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 15, 2023 | 8:25 AM

ILT20: ইন্টারন্যাশানাল লিগ টি-২০-র দ্বিতীয় সংস্করণ শুরু হবে ২০২৪ সালের ১৩ জানুয়ারি। গত বছর ডেজার্ট ভাইপার্স সই করিয়েছিল পাকিস্তানের তারকা ক্রিকেটার আজম খানকে। তিনি যদি আইএলটি-২০-র প্রথম সংস্করণে খেলতে পারতেন, তা হলে আজম হতেন আমিরশাহির টি-২০ লিগে খেলা প্রথম পাকিস্তানি ক্রিকেটার।

Shaheen Afridi: আমিরশাহির টি-২০ লিগে পাকিস্তানের তড়কা! ILT20-তে যোগ দিলেন শাহিন আফ্রিদি
আমিরশাহির টি-২০ লিগে পাকিস্তানের তড়কা! ILT20-তে যোগ দিলেন শাহিন আফ্রিদি

Follow Us

নয়াদিল্লি: সংযুক্ত আরব আমিরশাহির টি-২০ লিগে এ বার পাকিস্তানের তড়কা! আসলে মরুশহরের ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্টারন্যাশানাল লিগ টি-২০-তে এ বার প্রথম কোনও পাকিস্তানি ক্রিকেটার খেলবেন। আর এই কীর্তি গড়তে চলেছেন শাহিন শাহ আফ্রিদি। দেশ-বিদেশের একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা শুরু করেছেন শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। বর্তমানে শাহিন দ্য হান্ড্রেডে খেলছেন। এরই মাঝে পাক তারকা পেসারের সঙ্গে চুক্তি করেছে আইএলটি-২০-র (ILT20) ফ্র্যাঞ্চাইজি ডেজার্ট ভাইপার্স (Desert Vipers)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

পাক পেসার শাহিন আফ্রিদির সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ইন্টারন্যাশানাল লিগ টি-২০ র টিম ডেজার্ট ভাইপার্স। ২০২৪ সালের জানুয়ারিতে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে আইএলটি-২০-তে খেলার নজির গড়বেন শাহিন আফ্রিদি। আমিরশাহির ফ্র্যাঞ্চাইজি লিগে যোগ দিয়ে শাহিন বলেন, ‘ডেজার্ট ভাইপার্সে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি। আমি জানি সংযুক্ত আরব আমিরশাহিতে অনেক পাকিস্তান ক্রিকেটের ভক্তরা রয়েছেন। এবং আমি আশাবাদী তাঁরা আমাদের টিম ডেজার্ট ভাইপার্সকে আসন্ন আইএলটি-২০-তে সমর্থন করবে।’


ইন্টারন্যাশানাল লিগ টি-২০-র দ্বিতীয় সংস্করণ শুরু হবে ২০২৪ সালের ১৩ জানুয়ারি। গত বছর ডেজার্ট ভাইপার্স সই করিয়েছিল পাকিস্তানের তারকা ক্রিকেটার আজম খানকে। তিনি যদি আইএলটি-২০-র প্রথম সংস্করণে খেলতে পারতেন, তা হলে আজম হতেন আমিরশাহির টি-২০ লিগে খেলা প্রথম পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু আইএলটি-২০-র উদ্বোধনী সংস্করণে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নো অবজেক্টশন সার্টিফিকেট পাননি আজম খান। তাই তাঁর এই টুর্নামেন্টে খেলা হয়নি। পিসিবির বর্তমান চেয়ারম্যান জাকা আশরফ পাকিস্তানের ক্রিকেটারদের একাধিক টি-২০ লিগে খেলার ছাড়পত্র দিচ্ছে। তাই শাহিন এই লিগে খেলার সুযোগ পাচ্ছেন।

Next Article