ক্যান্ডি : এক-একটা ভারত ম্যাচ এক-একটা ইতিহাসের জন্ম দিয়ে যায়। দেশ, রাজনীতি, জটিল সম্পর্ক— সব কিছুর উর্ধ্বে উঠে কেউ কেউ নিজের পছন্দ জানাতে কুন্ঠা করেন না। এশিয়া কাপে ভারত-পাকিস্তানের (India vs Pakistan) গ্রুপ লিগের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। এই ম্যাচ ঘিরে দুই দেশে আগ্রহের শেষ ছিল না। বৃষ্টিতে ম্যাচ না হওয়ায় মন ভেঙে গিয়েছে অনেকেরই। তার মধ্যে এক পাকিস্তানি মেয়ে মন জিতে নিয়েছেন ভারতীয় সমর্থকদের। পাকিস্তানি হলেও তিনি বিরাটের ভক্ত। ক্যান্ডিতে হাজির ছিলেন বিরাটের সেঞ্চুরি দেখবেন বলেই। কিন্তু তা সম্ভব হয়নি। শাহিন শাহ আফ্রিদির বলে প্লেড-অন হয়ে ফিরেছেন। তাতে যে ওই পাকিস্তানি মেয়ের মন ভেঙে গিয়েছে, সন্দেহ নেই। প্রকাশ্যে, ভিড়ের মাঝে দাঁড়িয়ে তার পরও তিনি নিজের বিরাট-প্রেম জাহির করতে কুন্ঠা করেননি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ম্যাচের পর ওই পাক তরুণী বলেছেন, ‘আমি বিরাট কোহলির খেলা দেখার জন্যই ক্যান্ডিতে এসেছিলাম। চেয়েছিলাম, ও একটা সেঞ্চুরি করুক। কিন্তু মন ভেঙে গেল…!’ তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন এক পাক সমর্থক। ওই তরুণীকে বিরাট-প্রেমে মজে থাকতে দেখে প্রশ্ন করেছিলেন, আরে তুমি বিরাটকে সাপোর্ট করছ কেন? ওই পাকিস্তানি মেয়ে জবাব দিয়েছেন, ‘চাচা, প্রতিবেশী দেশের কাউকে সাপোর্ট করার মধ্যে খারাপ কিছু তো নেই। তা ছাড়া এমন নয় যে আমি পাকিস্তানের সাপোর্টার নই। দেশ জিতুক চাই। কিন্তু বিরাট যেন রান পায়।’ এক ভারতীয় সাংবাদিক তখন প্রশ্ন করেন, ‘বাবর আজম আর বিরাটের মধ্যে কাকে আপনি সাপোর্ট করেন? মেয়েটি চটজলদি জবাব দিয়েছেন, ‘আমি বিরাটেরই ফ্যান।’
খেলা মিলিয়ে দেয় দুই দেশকে। সীমানার উর্ধ্বে নিয়ে যায় মানুষকে। কিছুদিন আগে বিশ্ব অ্যাথলেটিক্স মিটে নীরজ চোপড়ার মা অবাক করা উত্তর দিয়েছিলেন। বিশ্ব মিটে জ্যাভলিনে দ্বিতীয় হয়েছেন পাকিস্তানের আর্শাদ নাদিম। পাকিস্তানি অ্যাথলিটকে হারিয়ে নীরজের সোনা জয় কতটা তৃপ্তি দিয়েছে তাঁর মাকে। প্রশ্ন শুনে সরোজা দেবী বলেছিলেন, ‘মাঠে দেশ, সীমানা বলে কিছু হয় না। এখানে সবাই অ্যাথলিট। আর্শাদের পারফরম্যান্সে আমি খুশি।’
যেন সেই ধারাতেই এ বার বিরাট-প্রেম জাহির করলেন এক পাক তরুণী।