কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর ২৮ মে পঞ্চায়েত ওয়েব সিরিজের তৃতীয় সিজন মুক্তি পেয়েছে। সিনে প্রেমীরা আবার অনেক দিন পর সেই ফুলেরায় ফিরে গিয়েছেন। একটা প্রত্যন্ত গ্রামের গল্পে যেন জাদু রয়েছে। সারল্য এবং সততার ছাপ পরতে পরতে রয়েছে পঞ্চায়েত ওয়েব সিরিজের। সারা দেশজুড়ে লোকসভা নির্বাচনের আবহ। এরইমাঝে পঞ্চায়েত ইলেকশনেরও সময়। না না এই পঞ্চায়েত ইলেকশন আসল নয়। ওয়েব সিরিজে। পঞ্চায়েত ওয়েব সিরিজ নিয়ে কথা আর ফুলেরার সচিবজী অভিষেক ত্রিপাঠীর নাম আসবে না, তাও হয় নাকি! এ বার ফুলেরার পঞ্চায়েত ইলেকশনের আবহে সচিবজী তথা অভিনেতা জিতেন্দ্র কুমার জানালেন তাঁর প্রিয় দলের কথা। কয়েকদিন আগেই শেষ হয়েছে ১৭তম আইপিএল। পঞ্চায়েত ওয়েব সিরিজের সচিবজী জানিয়েছেন, তাঁর প্রিয় আইপিএল দল কোনটি।
বিরাট কোহলির আরসিবি হল জিতেন্দ্র কুমারের প্রিয় আইপিএল টিম। এ বছরের আইপিএলের প্লে অফে উঠেছিল আরসিবি। কিন্তু রাজস্থানের বিরুদ্ধে প্রছম এলিমিনেটর ম্যাচে হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একাধিক আরসিবি ভক্তদের মন ভেঙে গিয়েছে সেই কারণ। তাঁদের মধ্যে জিতেন্দ্র কুমারও রয়েছেন। চলচিত্র টকস নামের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে জিতেন্দ্র জানান, আরসিবি তাঁর প্রিয় টিম। এবং এ বারও আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন না হওয়ায় তিনি খুব কষ্ট পেয়েছেন।
পঞ্চায়েত ওয়েব সিরিজের ফুলেরা গ্রামের সচিবজী, তথা জিতেন্দ্র কুমার জানান, রাহুল দ্রাবিড়, জাহির খানও ড্যানিয়েল ভেত্তোরি যে সময় আরসিবি টিমের অংশ ছিলেন, তখন থেকে তিনি বেঙ্গালুরুকে সমর্থন করছেন। জিতেন্দ্র কথায়, ‘সব পছন্দের ক্রিকেটাররা শুরু থেকে ওই টিমে ছিল। যেমন রাহুল দ্রাবিড়, জাহির খান, ড্যানিয়েল ভেত্তোরি, ক্রিস গেইল, বিরাট কোহলি। তাই আমার সব সময় মনে হয়েছে এই দলটা বেশ উত্তেজক।’
আরসিবির একনিষ্ঠ সমর্থক সকলের প্রিয় ফুলেরার সচিবজী। কিন্তু আরসিবি যখনই ব্যর্থ হয়, তখনই হতাশ হন জিতেন্দ্র। এই মরসুমেও এমনটা হয়েছে বলে জানিয়েছেন তিনি।