উত্তরাখণ্ডের দুর্গতদের পাশে পন্থ

sushovan mukherjee |

Feb 08, 2021 | 1:27 PM

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের ম্যাচ ফি উত্তরাখন্ডের বিপর্যস্ত মানুষদের উদ্ধারকার্যের জন্য দান করছেন ঋষভ পন্থ

উত্তরাখণ্ডের দুর্গতদের পাশে পন্থ
উত্তরাখণ্ডের দুর্গতদের পাশে পন্থ।ছবি-টুইটার

Follow Us

নয়াদিল্লি: উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে পড়ার ঘটনায় সারা দেশে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অসংখ্য মানুষ এখনও নিখোঁজ। তাঁদের পাশে দাঁড়ালেন ভারতীয় টিমের উইকেটকিপার ঋষভ পন্থ।তার নিজেরও বাড়ি উত্তরাখণ্ডে। রুরকির ছেলে ওই ঘটনার শোকপ্রকাশ প্রকাশ করেছেন যেমন, তেমনই আর্তি জানিয়েছেন সবাইকে এগিয়ে আসার জন্য।

টুইটারে পন্থ লিখেছেন, ‘উত্তরাখণ্ডের ঘটনা তীব্র যন্ত্রণা দিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের ম্যাচ ফি দান করছি ওই ঘটনায় বিপর্যস্ত মানুষদের উদ্ধারকার্যের জন্য। আবেদন করছি, সবাই যেন এগিয়ে আসেন।’ ইংল্যান্ডের বিরুদ্ধে চিপকে টেস্ট খেলতে ব্যস্ত পন্থ। প্রথম ইনিংসে ৯১ রানের বিস্ফোরক ইনিংসও খেলেছেন তিনি। তার মধ্যেও পন্থের মন পড়ে রয়েছে উত্তরাখণ্ডের ঘটনায়।

আরও পড়ুন:মাঠে নামার ১৩৬ সেকেন্ডের মধ্যে গোল মেসির,জয় বার্সার

রবিবার সকালে উত্তরাখণ্ডের চামোলি জেলার তাপোবন-রৈনি অঞ্চলে হিমবাহ ভেঙে পড়ে। ধুলিগঙ্গা ও অলকানন্দা নদীর দুকূল ছাপিয়ে জল ভাসিয়ে দেয় আশপাশের গ্রাম। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। হিমবাহ ভেঙে পড়ার জন্য নিখোঁজ অসংখ্য মানুষ। উদ্ধারকার্যে নেমে পড়েছে সেনাবাহিনী।

Next Article