কলকাতা: ‘গ্লেন ম্যাক্সওয়েল…. ও আইপিএলের ইতিহাসের সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার….’ এই একটি বার্তা সোশ্যাল মিডিয়া সাইট X এ শেয়ার করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন ক্রিকেটার। এমন মন্তব্য করে এ বার খোঁচা শুনতে হল তাঁকেও। এ কথা ঠিক যে চলতি আইপিএলটা গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) ভালো কাটছে না। এখনও অবধি আরসিবির (RCB) হয়ে ৮টি ম্যাচ খেলেছেন। নেই একটিও হাফসেঞ্চুরি। আইপিএলের চলতি মরসুমে ম্যাক্সির সর্বাধিক রান ২৮। যা নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা হওয়ার মতো। কিন্তু তাঁকে আইপিএলের (IPL) ইতিহাসের ওভাররেটেড প্লেয়ার বললেন কে?
ভারতের ও আরসিবির প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্সের ম্যাচের দিন সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে ওই X বার্তা দেন।
glenn maxwell….HE IS THE MOST OVERRATED player in the history of ipl…#IPL2024 ….
— parthiv patel (@parthiv9) May 4, 2024
পার্থিব প্যাটেলের সেই X বার্তাতে এক X ব্যবহারকারী উচ্চতা নিয়ে তাঁকে খোঁচা দেন। তিনি লেখেন, ‘৫.২ ইঞ্চির মানুষদের মতামতের কখনও কোনও গুরুত্ব নেই।’ যা দেখে চুপ থাকেননি পার্থিব প্যাটেল। উইকেট নিয়ে খোঁচা খাওয়ার পর তিনি পাল্টা লেখেন, ‘আমার উচ্চতা ৫.৩ ইঞ্চি… সেটা গুরুত্বপূর্ণ?’
i am 5”3… that matters? https://t.co/H5GOY3BcEy
— parthiv patel (@parthiv9) May 4, 2024
ম্যাক্সিকে নিয়ে পার্থিবের বলা কথায় কেউ কেউ সায় দিচ্ছেন না। আবার বিপরীত গ্রুপের লোকজনও রয়েছেন। যাঁরা পার্থিবকে পূর্ণ সমর্থন করেছেন। কারণ পার্থিবের মতো তাঁরাও মনে করেন, ম্যাক্সওয়েল আইপিএলের ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার।
— parthiv patel (@parthiv9) May 4, 2024