কলকাতা: রাজাদের লড়াই… তাতে রাজকীয় ছাপ রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja)। নয়নাভিরাম ধরমশালায় পঞ্জাব কিংসের বিরুদ্ধে বদলা নিতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। ওই ম্যাচে টস জিতে প্রথমে ইয়েলোব্রিগেডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন পঞ্জাব কিংসের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন স্যাম কারান। প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১৬৭ রান তোলে সিএসকে (CSK)। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ২৮ রানে ম্যাচ জিতেছে সিএসকে।
সিএসকের ওপেনিং জুটি জমেনি। ৯ রান করে ফেরেন অজিঙ্ক রাহানে। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ৩২ রান করেন। ড্যারেল মিচেলের ব্যাটে আসে ৩০ রান। আর শিবম দুবে শূন্যে ফেরেন। ছয় নম্বরে নামেন জাড্ডু। একের পর এক উইকেট হারানোর ফলে জাডেজা জমাট জুটি গড়ার সুযোগ পাননি। ধোনি শূন্যে ফেরেন আজ। আর শেষ ওভার অবধি ক্রিজে ছিলেন জাডেজা। কিন্তু ম্যাচ শেষ করে মাঠ ছাড়তে পারেননি। ২০তম ওভারের চতুর্থ বলে আউট হন জাড্ডু। ২৬ বলে ৪৩ রান করেন সিএসকের অলরাউন্ডার। চেন্নাই সুপার কিংসের হয়ে জাডেজাই পঞ্জাবের বিরুদ্ধে সর্বাধিক রান করেছেন।
ব্যাটিংয়ে দায়িত্ব শেষ করার পর রবীন্দ্র জাডেজা বল হাতেও দলকে সাহায্য করেন। ৪ ওভার বল করে ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা। ধরমশালায় তাঁর তিন শিকার যথাক্রমে – প্রভসিমরন সিং, স্যাম কারান ও আশুতোষ শর্মা।
টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের টিম ঘোষণার পর সিএসকের হয়ে পঞ্জাবের বিরুদ্ধে ১ মে-র ম্যাচে মাত্র ২ রান করেছিলেন জাডেজা। কোনও উইকেট পাননি। এ বার পঞ্জাবের বিরুদ্ধে বদলার ম্যাচে ব্যাটে-বলে কার্যত জ্বলে উঠলেন রবীন্দ্র জাডেজা। এর আগে প্রশ্ন উঠেছিল জাডেজাকে কেন বিশ্বকাপের টিমে রাখা হয়েছে? কারণ টি-২০ বিশ্বকাপে জাডেজার পারফরম্যান্স অতটাও ভালো নয়।
IT’S THE SIR JADEJA WORLD AND WE’RE LIVING IN IT…!!! 🫡
– 43 (26) with the bat.
– 3/20 with the ball.THE GOAT ALL ROUNDER FOR CSK, THE MVP OF THIS TEAM. 💥 pic.twitter.com/nc5gyOgokC
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 5, 2024
দেশের ও সিএসকের প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু এর আগে জানিয়েছিলেন, তাঁর মনে হয় জাডেজা ছাড়া ১৬-১৭ ওভারে এসে বিধ্বংসী ইনিংস খেলতে পারেন ভারতের বিশ্বকাপ টিমে, তেমন কেউ নেই। রায়ডুর এই মন্তব্যের পর জাডেজাকে নিয়ে সমালোচনা হয়েছিল। মুখে নয়, ব্যাট-বল দিয়ে এ বার যেন সেই সকল সমালোচনার জবাবই দিলেন জাডেজা। ৪৩ রান ও ৩ উইকেট নিয়ে জাডেজাই ম্য়াচের সেরার পুরস্কার পেয়েছেন।