Parthiv Patel: টিম ইন্ডিয়ার সাফল্যের নেপথ্যে আইপিএল: পার্থিব

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 23, 2021 | 7:49 AM

নিজেদের মধ্যে দুর্দান্ত তালমিল ও ঊচ্চমানের পারফরম্যান্সের মধ্য দিয়ে টিম ইন্ডিয়া একের পর এক সাফল্য অর্জন করেই চলেছে।

Parthiv Patel: টিম ইন্ডিয়ার সাফল্যের নেপথ্যে আইপিএল: পার্থিব
Parthiv Patel: টিম ইন্ডিয়ার সাফল্যের নেপথ্যে আইপিএল: পার্থিব

Follow Us

মুম্বই: সাম্প্রতিক কালে দেশের মাঠে হোক বা বিদেশের মাটিতে টিম ইন্ডিয়ার (Team India) সাফল্য বেশ নজরকাড়া। ভারতীয় দলের এই সাফল্যের পিছনে নাকি আইপিএলের (IPL) বিশেষ অবদান রয়েছে। এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান পার্থিব প্যাটেল (Parthiv Patel)।

এক সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের অন্দরমহলের পরিবেশ বলতে গিয়ে পার্থিব বলেন, “এই মুহূর্তে যদি আপনি ভারতীয় ড্রেসিংরুমের দিকে দেখেন, তবে দেখতে পাবেন ইশান্ত শর্মা বিরাট কোহলির সঙ্গে মজা করছে। অন্যদিকে আবার দেখতে পাওয়া যাবে দুই ভিন্ন মেরুর মানুষ ইশান্ত শর্মা ও উমেশ যাদব একে অন্যের সঙ্গে খুনসুটি করছে। ঋষভ পন্থ আবার হার্দিক পাণ্ড্যর সঙ্গে আড্ডা মারছে। একজন পশ্চিমের তো অন্যতম উত্তরের। আমার মনে হয় অনেকে আছেন যারা পূর্ব থেকেও এসেছে।”

তিনি আরও বলেন, “যদি হার্দিক/ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে কার্তিকের বন্ধুত্ব দেখা হয়, তাহলে বোঝা যাবে অনেক বৈপরীত্য থাকা সত্ত্বেও ওঁরা কত ভাল বন্ধু। আমার মনে হয় ভারতীয় দলের এই শক্ত বন্ডিংয়ের মূলে কিন্তু রয়েছে আইপিএলে ওঁদের একসঙ্গে খেলাটা। যেখানে ওঁরা একে অন্যের সঙ্গে প্রচুর সময় কাটিয়েছে। একে অন্যকে ভীষণ ভালো করে বুঝতে শিখেছে। আমার মনে হয়, জাতীয় দলের সাফল্যের মূলেও আইপিএলের যথেষ্ট অবদান রয়েছে।”

ভারতীয় দলের ক্রিকেটাররা একে অন্যকে কোনও মতেই একা ছাড়েন না। সে ২২ গজে হোক বা তার বাইরে। যার ছাপ খেলার মধ্যেও নজরে পড়ে। নিজেদের মধ্যে দুর্দান্ত তালমিল ও ঊচ্চমানের পারফরম্যান্সের মধ্য দিয়ে টিম ইন্ডিয়া একের পর এক সাফল্য অর্জন করেই চলেছে।

আরও পড়ুন: IPL 2021: ২৯ অগস্ট মরুশহরে পাড়ি বিরাটের আরসিবির

Next Article