India vs England 2021: লিডসে পৌঁছল বিরাটব্রিগেড

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 22, 2021 | 5:35 PM

হেডিংলি স্টেডিয়ামে (Headingley Stadium) বিরাট কোহলিদের পৌঁছনোর খবর জানিয়েছে বিসিসিআই (BCCI)।

India vs England 2021: লিডসে পৌঁছল বিরাটব্রিগেড
India vs England 2021: লিডসে পৌঁছল বিরাটব্রিগেড (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

Follow Us

লিডস: ২৫ অগস্ট, বুধবার থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড (India vs England) তৃতীয় টেস্ট ম্যাচ। আজ, রবিবার তৃতীয় টেস্টের প্রস্তুতি শুরু করার জন্য লিডসে (Leeds) পৌঁছল টিম ইন্ডিয়া (Team India)। হেডিংলি স্টেডিয়ামে (Headingley Stadium) বিরাট কোহলিদের পৌঁছনোর খবর জানিয়েছে বিসিসিআই (BCCI)।

টুইটারে লিডস স্টেডিয়ামের একটি ছবি শেয়ার করে বিসিসিআই লেখে, “লিডসের হেডিংলি স্টেডিয়ামে সকলকে স্বাগতম। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচের জন্য এটা আমাদের ভেনু।”

বৃষ্টির কারণে নটিংহ্যাম টেস্ট ড্র হয়েছে। লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৫১ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। এই টেস্টে জিতে রোহিতরা আরও এগিয়ে যেতে চাইবেন। রুটরাও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করবেন। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবেন রুটরা। ইতিমধ্যেই তৃতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াডের কথা ঘোষণা করে দিয়েছেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড।

আরও পড়ুন: India vs England 2021: প্রতিপক্ষ বিরক্ত করুক বুমরাকে: জাহির

Next Article