আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বের খেলা শুরু হওয়ার আগে এক এক করে সব দল পৌঁছে যাচ্ছে দুবাইতে। ২৯ অগস্ট আমিরশাহি রওনা দেবে বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)।
২১ অগস্ট অর্থাৎ শনিবার বেঙ্গালুরুতে টিম হোটেলে জড়ো হয়েছেন আরসিবির (RCB) ক্রিকেটাররা। সেখানে ৭দিনের কোয়ারান্টিন কাটিয়ে ২৯ অগস্ট বিশেষ চার্টার ফ্লাইটে মরুশহরে উড়ে যাবেন হর্ষল প্যাটেলরা। রুটদের বিরুদ্ধে চলা টেস্টে সিরিজের জন্য দলের সঙ্গে এখনই যোগ দিতে পারবেন না ক্যাপ্টেন কোহলি। ভারত-ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর লন্ডন থেকে সরাসরি তিনি দলের সঙ্গে যোগ দেবেন ১৫ সেপ্টেম্বর।
And it begins…. ?
Our stars arrived in Namma Bengaluru last night and started their quarantine before leaving to the UAE on 29th August. ??
(1/2)#PlayBold #WeAreChallengers #IPL2021 #HomeComing pic.twitter.com/yHUk2qFliW
— Royal Challengers Bangalore (@RCBTweets) August 22, 2021
চাহালরা ইতিমধ্যেই জড়ো হয়েছেন বেঙ্গালুরুর টিম হোটেলে। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী ধনশ্রীর সঙ্গে ছবি পোস্টও করেছেন যুজি।
বেঙ্গালুরুতে কোয়ারান্টিন পর্ব কাটিয়ে দুবাইতে পৌঁছে আরও ৬দিনের কোয়ারান্টিন কাটাতে হবে আরসিবির ক্রিকেটারদের। তার পর প্রস্তুতি শুরু করতে পারবেন নভদীপ সাইনিরা। ইতিমধ্যেই দুবাইতে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা।
দ্বিতীয় পর্বের আইপিএল শুরু হওয়ার দ্বিতীয় দিন ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আরও পড়ুন: IPL 2021: বাটলারের পরিবর্তে রাজস্থানে কিউই উইকেটরক্ষক