মুম্বই:”জসপ্রীত বুমরাকে বিরক্ত করলে কি হয় সেটা ইংল্যান্ড টের পাচ্ছে। রেগে গিয়েও যদি কেউ এই রকম পারফর্ম করতে পারে, তাহলে আমি চাই প্রতিপক্ষ বুমরাকে বিরক্ত করুক।” বক্তার নাম জাহির খান। প্রাক্তন ভারতীয় পেসার মুগ্ধ তাঁর আগামী প্রজন্মকে দেখে। জাহির বলছেন, রাগ ও তার ফলে তৈরি হওয়া উত্তেজনা বুমরা সঠিক ভাবে ব্যবহার করতে পেরেছে।
লর্ডস টেস্টে বুমরা-অ্যান্ডারসন দ্বৈরথের ঘটনা সবার জানা। টানা বাউন্সারে ইংল্যান্ড পেসারকে বিরক্ত করেছেন। ড্রেসিং রুমে ফেরার পথে দুই ক্রিকেটারের মধ্যে কথার লড়াইও হয়। অ্যান্ডারসনের কথার জবাবে বমরা শুধুই হেসেছিলেন। লর্ডস টেস্টের তৃতীয় দিন বিকেলের ঘটনা। প্রথম ইনিংসে কোনও উইকেট পাননি বুমরা।
ছবিটা বদলে গেল দ্বিতীয় ইনিংসে। বুমরা ব্যাট হাতে মাঠে নামতেই তাঁকে ঘিরে ইংল্যান্ড ক্রিকেটররা নানা মন্তব্য করেন। আম্পায়ারকেও আসরে নামতে হয়। ব্যাটিং করার সময় বুমরার চোখে মুখে যদিও কোনও উত্তেজনা চোখে পড়েনি। গুরুত্বপূর্ণ ৩৪ রানের ইনিংস এসেছিল বুমরার ব্যাট থেকে।
এরপর আসে বল হাতে জবাব দেওয়ার পালা। বুমরার বোলিংয়ের কোনও উত্তর ছিল না। জো রুট সহ আরও দুই ইংলিশ ব্যাটসম্যানকে প্যাভেলিয়নের পথ দেখিয়ে দেন বুমবুম। এই পারফরম্যান্স দেখে মুগ্ধ জাহির।
মুম্বই ইন্ডিয়ান্সের সৌজন্যে বুমরাকে খুব কাছ থেকে দেখেছেন জাহির খান। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলে থাকেন, জাহিরের পরামর্শ আরও উজ্জ্বল করে তুলেছে বুমরাকে। আর কিছুদিনের মধ্যেই আবার দেখা হবে দুই তারকার। মুম্বই ইন্ডিয়ান্স ড্রেসিংরুমে লর্ডস টেস্ট যে আলোচনার বড় বিষয় হতে চলেছে, সে বিষয়ে সন্দেহ নেই।
আরও পড়ুন: India vs England 2021: লর্ডস টেস্টে কেন তিনি ছিলেন না, খোলসা করলেন অশ্বিন