PBKS vs CSK, IPL 2021 Match 8 Result: পঞ্জাবকে হারিয়ে ধেনিদের সহজ জয়

Apr 16, 2021 | 10:51 PM

PBKS vs CSK Live Score in Bengali: পঞ্জাব কিংস (Punjab Kings) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

PBKS vs CSK, IPL 2021 Match 8 Result: পঞ্জাবকে হারিয়ে ধেনিদের সহজ জয়

Follow Us

আইপিএলে (IPL) আজ কিংস বনাম কিংসের লড়াই। মুখোমুখি কেএল রাহুলের পঞ্জাব কিংস (Punjab Kings) এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।  টসে জিতে কেএল রাহুলদের প্রথমে ব্যাট করেত পাঠান চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে পঞ্জাব তোলে ১০৬ রান। ৪ উইকেট নিয়েছেন দীপক চাহার। পঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান করেছেন শাহরুখ খান (৪৭)। ধোনিদের জন্য মাত্র ১০৭ রানের টার্গেট দিয়েছিল পঞ্জাব। রান তাড়া করতে নেমে ২৬ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরল ধোনিরা। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রান করেছেন মইন আলি (৪৬)। ৬ উইকেটে ম্যাচ জিতে নিল ধোনিব্রিগেড।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 16 Apr 2021 10:38 PM (IST)

    ৬ উইকেটে ম্যাচ জিতল চেন্নাই

    ২৬ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরল ধোনিরা।

  • 16 Apr 2021 10:35 PM (IST)

    ১৫ ওভারে চেন্নাই ১০২/৪

    জয়ের জন্য প্রয়োজন ৫ রান


  • 16 Apr 2021 10:35 PM (IST)

    চেন্নাইয়ের শতরান

    ১৪.৪ ওভারে সিএসকের দলগত শতরান পূর্ণ। ধোনিদের জয়ের জন্য প্রয়োজন মাত্র ৭ রান।

  • 16 Apr 2021 10:33 PM (IST)

    রায়ডুর উইকেট নিলেন শামি

    কোনও রান না করেই সাজঘরে ফিরে গেলেন আম্বাতি রায়ডু

  • 16 Apr 2021 10:29 PM (IST)

    রায়নাকে ফেরালেন শামি

    ৮ রান করে আউট হলেন সুরেশ রায়না। মহম্মদ শামির বাউন্সারে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন রায়না

  • 16 Apr 2021 10:28 PM (IST)

    সিএসকের জয়ের জন্য প্রয়োজন মাত্র ১০ রান

    ১৪ ওভারে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৯৭।

  • 16 Apr 2021 10:17 PM (IST)

    হাফ সেঞ্চুরির আগে মাঠ ছাড়লেন মইন

    ৪৬ রান করে সাজঘরে ফিরলেন মইন আলি।

  • 16 Apr 2021 10:09 PM (IST)

    মইন আলি-ফাফ ডু প্লেসি জুটির ৫০ রানের পার্টনারশিপ

    ১১ ওভারে এই জুটির ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ হল।

  • 16 Apr 2021 10:05 PM (IST)

    ১০ ওভারে চেন্নাই ৬৪/১

    এই ওভার থেকে এসেছে ১১ রান।

  • 16 Apr 2021 09:54 PM (IST)

    চেন্নাইয়ের ৫০ রান পূর্ণ

    ৮.১ ওভারে চেন্নাই সুপার কিংসের দলগত ৫০ রান পূর্ণ

  • 16 Apr 2021 09:43 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়েছে সিএসকে। চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৩২

  • 16 Apr 2021 09:38 PM (IST)

    ৫ ওভারে চেন্নাই ২৪/১

    ঋতুরাজ গায়কোয়াডের উইকেট তুলে নিলেন অর্শদীপ।

  • 16 Apr 2021 09:17 PM (IST)

    চেন্নাইয়ের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ফাফ ডু-প্লেসি ও ঋতুরাজ গায়কোয়াড।

  • 16 Apr 2021 08:58 PM (IST)

    ধোনিদের টার্গেট ১০৭

    নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে পঞ্জাব কিংস তুলেছে ১০৬ রান

  • 16 Apr 2021 08:53 PM (IST)

    শাহরুখের উইকেট হারাল পঞ্জাব

    ৪৭ রান করে সাজঘরে ফিরলেন শাহরুখ খান

  • 16 Apr 2021 08:50 PM (IST)

    একশো রানের গন্ডি পেরোল পঞ্জাব

    ১৮.৫ ওভারে দলগত শতরান পূর্ণ পঞ্জাব কিংসের।

  • 16 Apr 2021 08:43 PM (IST)

    বাকি মাত্র ৩ ওভার

    ১৭ ওভারে পঞ্জাবের স্কোর ৭ উইকেটে ৮৭।

  • 16 Apr 2021 08:41 PM (IST)

    মুরুগান অশ্বিনকে ফেরালেন ব্র্যাভো

    ৬ রান করে সাজঘরে ফিরলেন মুরুগান অশ্বিন।

  • 16 Apr 2021 08:32 PM (IST)

    ১৫ ওভারে পঞ্জাব ৭৩/৬

    এই ওভার থেকে এসেছে ৯ রান।

  • 16 Apr 2021 08:25 PM (IST)

    রিচার্ডসনের উইকেট নিলেন মইন

    ১৫ রান করে মাঠ ছাড়লেন ঝাই রিচার্ডসন।

  • 16 Apr 2021 08:24 PM (IST)

    ১০ ওভারে পঞ্জাব ৪৮/৫

    এই ওভার থেকে এসেছে মাত্র ৩ রান। ১০ ওভারে সফল সিএসকে। ৫ উইকেট হারিয়ে চাপে কেএল রাহুলরা

  • 16 Apr 2021 08:04 PM (IST)

    দীপক হুডার উইকেট হারাল পঞ্জাব

    ১৪ রান করে সাজঘরে ফিরলেন দীপক হুডা।

  • 16 Apr 2021 08:02 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে ৪ উইকেট হারিয়ে চাপে পঞ্জাব কিংস। পঞ্জাবের স্কোর ৪ উইকেটে ২৬

  • 16 Apr 2021 07:59 PM (IST)

    ৫ ওভারে পঞ্জাব ১৯/৪

    এই ওভার থেকে এসেছে ১ রান ও ২ উইকেট।

  • 16 Apr 2021 07:59 PM (IST)

    নিকোলাস পুরাণ আউট

    কোনও রান না করেই আউট হলেন নিকোলাস পুরাণ।

  • 16 Apr 2021 07:54 PM (IST)

    আউট গেইল

    ক্রিস গেইলের উইকেট হারাল পঞ্জাব। ১০ রান করে সাজঘরে ফিরলেন ক্যারিবিয়ান তারকা।

  • 16 Apr 2021 07:45 PM (IST)

    রাহুলের উইকেট হারাল পঞ্জাব

    ৫ রান করে মাঠ ছাড়লেন পঞ্জাব কিংস অধিনায়ক। রবীন্দ্র জাডেজা রান আউট করলেন কেএল রাহুলকে।

  • 16 Apr 2021 07:34 PM (IST)

    ওপেনার মায়াঙ্কে ফেরালেন দীপক

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন মায়াঙ্ক আগরওয়াল।

  • 16 Apr 2021 07:31 PM (IST)

    পঞ্জাবের ইনিংস শুরু

    পঞ্জাব কিংসের হয়ে ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল।

  • 16 Apr 2021 07:29 PM (IST)

    ধোনির ২০০তম টি-২০ ম্যাচ

    আজকের ম্যাচ মহেন্দ্র সিং ধোনির কাছে অন্যতম। কারণ ২০০তম টি-২০ ম্যাচ খেলতে নামবেন মাহি।

     

  • 16 Apr 2021 07:12 PM (IST)

    সিএসকের প্রথম একাদশ

    চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড, ফাফ ডু প্লেসি, মইন আলি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা, স্যাম কারান, ডোয়েন ব্র্যাভো, শার্দূল ঠাকুর, দীপক চাহার।

  • 16 Apr 2021 07:11 PM (IST)

    পঞ্জাবের প্রথম একাদশ

    পঞ্জাব কিংসের প্রথম একাদশ:  কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, ডি হুডা, শাহরুখ খান, ঝাই রিচার্ডসন, রাইলি মেরেডিথ, মুরুগান অশ্বিন, মহম্মদ শামি, অর্শদীপ সিং।

  • 16 Apr 2021 07:01 PM (IST)

    টসে জিতল চেন্নাই

    টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন মহেন্দ্র সিং ধোনি।

  • 16 Apr 2021 06:47 PM (IST)

    কোন দলের পাল্লা ভারি?

    আইপিএলে এই নিয়ে ১৩ বার মুখোমুখি হয়েছে পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস। তার মধ্যে চেন্নাই জিতেছে ১৪ বার। পঞ্জাব জিতেছে ৯ বার।