PBKS vs RCB, IPL 2022 Match 3 Result: শেষ বেলার ওডেন ঝড়ে উড়ে গেল দু’প্লেসি-কোহলির আরসিবি
Punjab Kings vs Royal Challengers Bangalore Live Score in Bangla: দেখুন পঞ্জাব কিংস (Punjab Kings) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
মুম্বই: আইপিএলের (IPL 2022) দ্বিতীয় দিনেই ক্রিকেটপ্রেমীরা পেল ডাবল মজা। রবিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে নেমেছিল ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। দুই দলই নতুন মরসুম শুরু করল নতুন অধিনায়কের অধীনে। তবে একদিকে প্রীতির দলের পুরনো সদস্য মায়াঙ্ক। কিন্তু আরসিবির বর্তমান ক্যাপ্টেন দলে নতুন। মেগা নিলাম থেকে প্রোটিয়া তারকা ক্রিকেটার ফাফ দু’প্লেসিকে ৭ কোটি টাকা দিয়ে কিনেছে বিরাট কোহলির দল আরসিবি।
সানডের দ্বিতীয় ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাবের নতুন নেতা মায়াঙ্ক। প্রথমে ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছিল বিরাট কোহলিরা। ৮৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন ফাফ দু’প্লেসি। ৪১ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। অন্যদিকে ৩২ রানে নট আউট ছিলেন দীনেশ কার্তিক।
২০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ভালো শুরু করেছিলেন পঞ্জাবের ওপেনিং জুটি শিখর ধাওয়ান ও মায়াঙ্ক আগরওয়াল। ৪৩ রান করেন শিখর এবং ভানুকা। শেষ বেলায় ওডেন স্মিথের ঝোড়ো ইনিংস জয় এনে দিল পঞ্জাবকে। ১ ওভার বাকি থাকতেই ২০৮ রান তুলে ম্যাচ জিতে মাঠ ছাড়লেন মায়াঙ্করা।
Key Events
২০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ভালো শুরু করেছিলেন পঞ্জাবের ওপেনিং জুটি শিখর ধাওয়ান ও মায়াঙ্ক আগরওয়াল। ৪৩ রান করেন শিখর এবং ভানুকা। শেষ বেলায় ওডেন স্মিথের ঝোড়ো ইনিংস জয় এনে দিল পঞ্জাবকে। ১ ওভার বাকি থাকতেই ২০৮ রান তুলে ম্যাচ জিতে মাঠ ছাড়লেন মায়াঙ্করা।
প্রথমে ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছিল বিরাট কোহলিরা। ৮৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন ফাফ দু’প্লেসি। কিন্তু ফাফের ইনিংস কাজে দিল না। ৪১ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। অন্যদিকে ৩২ রানে নট আউট ছিলেন দীনেশ কার্তিক।
LIVE Cricket Score & Updates
-
৫ উইকেটে জয়ী পঞ্জাব কিংস
শেষ বেলায় ওডেন স্মিথের ঝড়ে রানের পাহাড়ে অনায়াসে পৌঁছে গেল পঞ্জাব কিংস। ৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল পঞ্জাব কিংস।
-
খেলা বাকি ৩ ওভারের
১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছে পঞ্জাব। ম্যাচ জিততে মায়াঙ্কদের প্রয়োজন আর ৩৬ রান।
-
-
১৫ ওভারে পঞ্জাব ১৫৬/৫
খেলা বাকি ৫ ওভারের। প্রথম ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলেছে পঞ্জাব। -
লিয়াম লিভিংস্টোন আউট
লিয়াম লিভিংস্টোনের উইকেট তুলে নিয়ে পঞ্জাবকে বড় ধাক্কা দিলেন আকাশদীপ। ১৯ রান করে মাঠ ছাড়লেন লিয়াম।
-
রাজ বাওয়া আউট
আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমে খাতা না খুলেই মাঠ ছেড়ে আসতে হল অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের প্লেয়ার রাজ বাওয়াকে। চতুর্থ উইকেট হারাল পঞ্জাব।
-
-
রাজাপক্ষ আউট
ভানুকা রাজাপক্ষর উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। ৪৩ রান করে সাজঘরে ফিরলেন লঙ্কান ক্রিকেটার।
-
শিখর ধাওয়ান আউট
শিখর ধাওয়ানের উইকেট তুলে নিলেন হর্ষল প্যাটেল। ৪৩ রান করে মাঠ ছাড়লেন পঞ্জাবের ওপেনার ধাওয়ান।
-
১০ ওভারে পঞ্জাব ৯৭/১
ম্যাচ জিততে পঞ্জাব কিংসের এখনও প্রয়োজন ১০৯ রান। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৭ রান তুলেছে পঞ্জাব। ক্রিজে শিখর ধাওয়ান ও ভানুকা রাজাপক্ষ।
-
পঞ্জাব নেতা ফিরলেন সাজঘরে
মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারাল পঞ্জাব কিংস। আরসিবিকে প্রথম সাফল্য এনে দিলেন ভানিন্দু হাসারঙ্গা। ৩২ রানে মাঠ ছাড়লেন মায়াঙ্ক।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-তে সফল পঞ্জাব। প্রথম ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৩ রান তুলেছে পঞ্জাব। ম্যাচ জিততে এখনও ধাওয়ানদের চাই ১৪৩ রান।
A couple of wickets here will help us pull it back. ??
Let’s back our boys, 12th Man Army! ??#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #PBKSvRCB pic.twitter.com/T3vIWV4sRj
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 27, 2022
-
৫ ওভারে পঞ্জাব ৫৭/০
ম্যাচ জিততে পঞ্জাবের এখনও প্রয়োজন ১৪৯ রান। ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৭ রান তুলেছে পঞ্জাব কিংস।
শিখর ১৮*, মায়াঙ্ক ৩৯*
-
৩ ওভারে পঞ্জাব ২৮/০
প্রথম ৩ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ২৮ রান তুলেছে পঞ্জাব।
-
রান তাড়া করলে নামলেন মায়াঙ্করা
সামনে বড় লক্ষ্য। ২০৬ রানের পাহাড়ে কি পৌঁছতে পারবেন মায়াঙ্করা। জানতে নজর রাখুন লাইভ আপডেটে।
-
২০৫ রানে থামল আরসিবি
নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছে আরসিবি। মায়াাঙ্কের পঞ্জাবের টার্গেট ২০৬।
-
খেলা বাকি ১ ওভারের
১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছে বিরাট কোহলিরা। শেষ ওভারে কত রান তোলে আরসিবি, নজর থাকবে সেদিকে।
-
ফাফ আউট
ফাফ দু’প্লেসিকে ফেরালেন অর্শদীপ সিং। দ্বিতীয় উইকেট হারাল আরসিবি। ৮৮ রান করে মাঠ ছাড়লেন বিরাটদের ক্যাপ্টেন ফাফ।
-
খেলা বাকি ৩ ওভারের
১৭ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছেন ফাফ-বিরাটরা।
৮৮ রানে ব্যাট করছেন দু’প্লেসি। ৩৮ রানে রয়েছেন ভিকে।
-
১৫ ওভারে আরসিবি ১৪২/১
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪২ রান তুলেছেন বিরাটরা।
ফাফ ৬৮*, বিরাট ৩২*
-
ফাফের হাফসেঞ্চুরি
১৩ তম ওভারে পরপর একটি ৪ ও দুটি ৬ মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন আরসিবি অধিনায়ক ফাফ দু’প্লেসি।
Making a statement in his first game as Captain. ?
Keep going, @faf1307! ??#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #PBKSvRCB pic.twitter.com/zffYWm6niq
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 27, 2022
-
১০ ওভারে আরসিবি ৭০/১
ক্রিজে বিরাট-ফাফ। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৭০ রান তুলেছে আরসিবি।
-
অনুজ আউট
অনুজ রাওয়াতের উইকেট তুলে আরসিবিকে প্রথম সাফল্য এনে দিলেন রাহুল চাহার। ২১ রান করে মাঠ ছাড়লেন অনুজ।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-র শেষ ওভারে রোভম্যান পাওয়েলকে পরপর দুটি চার মারলেন অনুজ রাওয়াত। ৬ ওভারে আরসিবির স্কোর বিনা উইকেটে ৪১।
-
৫ ওভারে আরসিবি ৩১/০
দু’প্লেসি-রাওয়াত এগিয়ে নিয়ে যাচ্ছে আরসিবিকে। প্রথম ৫ ওভারে বিরাটদের স্কোর বিনা উইকেটে ৩১ রান।
-
৩ ওভারে আরসিবি ২৩/০
প্রথম ৩ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ২৩ রান তুলেছেন দু’প্লেসিরা।
-
আরসিবির ইনিংস শুরু
ওপেনিংয়ে নামলেন ফাফ দু’প্লেসি ও অনুজ রাওয়াত।
-
আরসিবির জার্সিতে অভিষেক হচ্ছে এই ক্রিকেটারদের…
আজ আরসিবির জার্সিতে অভিষেক হচ্ছে এই পাঁচ ক্রিকেটারের।
Say hello to our 5️⃣ debutants, 12th Man Army! ??
Go well boys! ??#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #PBKSvRCB pic.twitter.com/ecdNmxnuWS
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 27, 2022
-
পঞ্জাবের জার্সিতে অভিষেক হচ্ছে এই ক্রিকেটারদের…
আজ পঞ্জাব কিংসের জার্সিতে অভিষেক হচ্ছে এই ছয় ক্রিকেটারের।
Sadde ? ne taiyaar to play for #PBKS pehli vaar ?#SaddaPunjab #PBKSvRCB #IPL2022 #PunjabKings @liaml4893 pic.twitter.com/UI1EOL452S
— Punjab Kings (@PunjabKingsIPL) March 27, 2022
-
পঞ্জাবের প্রথম একাদশ
দেখুন পঞ্জাব কিংসের প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ভানুকা রাজাপক্ষ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, রাজ বাওয়া, শাহরুখ খান, ওডেন স্মিথ, হরপ্রীত বরার, রাহুল চাহার, সন্দীপ শর্মা ও অর্শদীপ সিং।
Here's our first XI for the season! ?#SherSquad, thoughts❓#SaddaPunjab #PBKSvRCB #IPL2022 #PunjabKings pic.twitter.com/zeQBz6sixx
— Punjab Kings (@PunjabKingsIPL) March 27, 2022
-
আরসিবির প্রথম একাদশ
দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: ফাফ দু’প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, শেরফান রাদারফোর্ড, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ডেভিড উইলি, শাহবাজ আহমেদ, ভানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও আকাশদীপ।
PBKS have won the toss and we will batting first. ??
Here’s our first Playing XI for #IPL2022. ??#PlayBold #WeAreChallengers #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #PBKSvRCB pic.twitter.com/uvqTtjTHmC
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 27, 2022
-
টস আপডেট
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল।
-
আরসিবির নতুন অধিনায়ক দু’প্লেসিও মাইলস্টোনের সামনে
আজ আরসিবির হয়ে প্রথম ম্যাচে ৬৫ রান করলেই আইপিএলে ৩০০০ রানের মালিক হবেন দু’প্লেসি।
HUGE milestone on the horizon for our skipper tonight. ?#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #PBKSvRCB pic.twitter.com/YD5OB3iJCQ
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 27, 2022
-
মাইলস্টোনের সামনে ভিকে
আইপিএল-১৫-তে আরসিবির প্রথম ম্যাচেই মাইলস্টোনের সামনে বিরাট কোহলি। আইপিএলে ২০০ ইনিংস পূর্ণ হওয়া থেকে ১ ইনিংস দূরে রয়েছেন ভিকে।
We’ve said it before, we’ll say it again… a Match Day is not complete without a Virat Kohli milestone. ???#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #PBKSvRCB pic.twitter.com/KtBtpBqQuq
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 27, 2022
Published On - Mar 27,2022 6:30 PM