PBKS vs RR Highlights, IPL 2023 : শেষ ওভারে জয় রাজস্থানের
Punjab Kings vs Rajasthan Royals, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

ধর্মশালা: নিজেদের রাস্তা নিজেরাই কঠিন করে রেখেছিল রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংস। রাজস্থান গত বারের রানার্স। এ বারও আইপিএলের শুরুটা দারুণই হয়েছিল সঞ্জু স্যামসনদের। কিন্তু সব হিসেব ওলট পালট হয়ে রয়েছে। এ দিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়েও হিসেব পরিষ্কার হল না রাজস্থান রয়্যালসের। পঞ্জাব কিংস প্লে-অফের দৌড় থেকে পুরোপুরি বিদায় নিল। লিগ পর্বের শেষ ম্যাচ জিতে রাজস্থান রয়্যালস ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট। পঞ্জাস কিংস ১৮৮ রানের লক্ষ্য দিয়েছিল রাজস্থান রয়্যালসকে। নেট রানরেটে রয়্যাল চ্যালেঞ্জার্সকে ছাপিয়ে যেতে ১৮.৩ ওভারের মধ্যে জিততে হত। যদিও সেই লক্ষ্য পূরণ হল না রাজস্থানের। ২ বল বাকি থাকতে ৪ উইকেটের জয়ে আরসিবিকে ছাপিয়ে যেতে না পারলেও চাপে রাখল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর পেজে।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে
- টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সঞ্জু স্যামসন।
- ট্রেন্ট বোল্ট প্রথম ওভারেই উইকেট নেন।
- শেষ দিকে জীতেশ শর্মা, স্যাম কারান, শাহরুখ খান ভালো খেলেন।
- এই ত্রয়ীর সৌজন্যে রাজস্থানকে ১৮৮ রানের লক্ষ্য দেয় পঞ্জাব।
- রাজস্থান শুরুতেই বাটলারের উইকেট হারায়।
- যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিকালের হাফসেঞ্চুরি।
- শেষ দিকে বিধ্বংসী ইনিংস খেলেন শিমরন হেটমায়ার।
- শেষ অবধি ২ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় রাজস্থানের।
- প্লে-অফের দৌড় থেকে পুরোপুরি ছিটকে গেল পঞ্জাব কিংস।
-
নেট রান রেট
আরসিবির নেট রান রেট ছাপিয়ে যেতে রাজস্থানকে ১৮.৩ ওভারের মধ্যে জিততে হবে।
-
-
শেষ দিকে ঝড়
গত ম্যাচে পঞ্জাব যে ভুল করেছিল, সেই পথেই রাজস্থান। ১৯ তম ওভারে চাহালকে আক্রমণে আনেন। এই ওভারে এল মোট ২৮ রান। শেষ দু ওভারে ৪৬ রান।
-
১০ ওভারে ৭৮-৪
১০ ওভারে পঞ্জাব কিংসের স্কোর ৭৮-৪।
-
আউট লিভিংস্টোন
নভদীপ সাইনির আরও একটি সাফল্য। ১৩ বলে ৯ রান করে ফিরলেন লিয়াম লিভিংস্টোন। ৭ ওভারে ৫২-৪।
-
-
ফিরলেন ধাওয়ান
বড় উইকেট পেল রাজস্থান রয়্যালস। শিখর ধাওয়ানকে ফেরালেন অ্যাজাম জাম্পা। ১২ বলে ১৭ রান। প্রথম ৬ ওভারে ৩ উইকেট খুইয়ে পঞ্জাবের স্কোর ৪৮।
-
দ্বিতীয় উইকেট হারাল পঞ্জাব
পাওয়ার প্লেতে দ্বিতীয় উইকেট হারাল পঞ্জাব। অথর্ব তাইডেকে ফেরালেন নভদীপ সাইনি। ১২ বলে ১৯ রান। ৪ ওভারে পঞ্জাব কিংস ৪২-২।
-
দ্বিতীয় বলেই উইকেট
ওভারের দ্বিতীয় বলেই প্রভসিমরন সিংকে ফেরালেন ট্রেন্ট বোল্ট। তাঁরই হাতে ক্যাচ। নতুন ব্যাটার অথর্ব তাইডে।
-
ম্যাচ শুরু
পঞ্জাবের ওপেনিংয়ে প্রভসিমরন সিং ও শিখর ধাওয়ান। বল হাতে ট্রেন্ট বোল্ট।
-
পঞ্জাব কিংস একাদশ
শিখর ধাওয়ান, প্রভসিমরন সিং, অথর্ব তাইডে, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জীতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং
সাবস্টিটিউট: নাথান এলিস, সিকন্দর রাজা, ঋষি ধাওয়ান, মোহিত রাঠী, ম্যাথু শর্ট
-
রাজস্থান রয়্যালস একাদশ
জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, দেবদত্ত পাড়িকল, সিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, নভদীপ সাইনি, সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল।
সাবস্টিটিউট: ধ্রুব জুরেল, ডোনোভান ফেরেইরা, আকাশ বশিষ্ঠ, কুলদীপ সেন, মুরুগান অশ্বিন
-
টস আপডেট
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের।
-
চোখ থাকবে যশস্বীর দিকে
This is just the beginning. This is Yashasvi Jaiswal. ?? pic.twitter.com/Xn0dI0l9T3
— Rajasthan Royals (@rajasthanroyals) May 19, 2023
-
শেষ ম্যাচে জয়ের খোঁজে
Time to get it done! ??
Aiming for nothing but victory in our final game at Dharamshala. ??#PBKSvRR #JazbaHaiPunjabi #SaddaPunjab #TATAIPL pic.twitter.com/82QrBv4rx2
— Punjab Kings (@PunjabKingsIPL) May 19, 2023
-
একাদশে ফিরবেন বোল্ট?
ধর্মশালায় আজ অ্যাডাম জাম্পার জায়গায় ট্রেন্ট বোল্টকে ফেরাতে পারে রাজস্থান রয়্যালস।
Published On - May 19,2023 6:30 PM





