ICC ODI World Cup 2023: কপালে হাত পাকিস্তানের, রাতারাতি দেশে ফেরানো হতে পারে পাক মিডিয়া ম্যানেজারকে

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 28, 2023 | 2:05 AM

Pakistan Cricket Board: পাক দলে যে ফাটল ধরেছে তা আঁচ করা যাচ্ছে। তবে পিসিবিয়ের তরফে দাবি করা হয়েছে, পাকিস্তান দলে কোনও রকম সমস্যা নেই। মিডিয়ায় নাকি ভুয়ো খবর ছড়ানো হয়েছে। তবে দলের এই অসময়ে মিডিয়া ম্যানেজারকে জরুরি তলব কেন? দলের অভ্যন্তরের হাওয়া যে গরম তা বুঝে নিতে সময় লাগেনি ক্রিকেট প্রেমীদের।

ICC ODI World Cup 2023: কপালে হাত পাকিস্তানের, রাতারাতি দেশে ফেরানো হতে পারে পাক মিডিয়া ম্যানেজারকে
ইফতিকার নাগি

Follow Us

নয়াদিল্লি: টানা চার ম্যাচ হেরে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) থেকে কার্যত ছুটি পাকিস্তানের (Pakistan)। বাবর আজমের (Babar Azam)ক্য়াপটেন্সিও হাতছাড়ার অপেক্ষায়। দলের পারফরম্যান্স, প্লেয়ারদের ফিটনেস সব নিয়েই প্রশ্ন তুলছেন সিনিররা। কখনও আবার সামনে আসছে পাক ড্রেসিং রুমের টানাপোড়েন।এমন এক টালমাটাল অবস্থায় ফেরানো হল পাকিস্তানের মিডিয়া ম্যানেজারকে ইফতিকার নাগিকে। কী কারণ রয়েছে এর পিছনে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শুক্রবার এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। প্রোটিয়াদের বিরুদ্ধে সেমিফাইনালের দৌড় নিশ্চিত করতে নেমে, ফের ব্যর্থ বাবর আজমের দল। বিশ্বকাপ থেকে ছিটকে না গেলেও, সেমিফাইনালের দৌড় অধরাই রয়ে গেল পাকিস্তানের। দলের এই অসময়ে হঠাৎই পাক মিডিয়া ম্যানেজার ইফতিকার নাগিকে দেশে ফেরানোর সিদ্ধান্ত পিসিবিয়ের। এক পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, দলের অসময়ে ইফতিকার নাগিকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান বোর্ড। তাঁকে লাহোরে পিসিবিয়ের সদর দফতরে দেখা করতে বলা হয়েছে।কিন্তু কী কারণে ফিরছেন নাগি. তা এখনও পর্যন্ত পরিস্কার নয়। জানা যাচ্ছে, নাগির বদলে ভারতে আসছেন উমর ফারুক কালসন। চলতি বিশ্বকাপ পর্যন্ত তিনিই দলের দায়িত্ব সামলাবেন।

পাক দলে যে ফাটল ধরেছে তা ভালোই আঁচ করা যাচ্ছে। তবে পিসিবিয়ের তরফে দাবি করা হয়েছে, পাকিস্তান দলে কোনও রকম সমস্যা নেই। মিডিয়ায় নাকি ভুয়ো খবর ছড়ানো হয়েছে। তবে দলের এই অসময়ে মিডিয়া ম্যানেজারকে জরুরি তলব কেন? দলের অভ্যন্তরের হাওয়া যে গরম তা বুঝে নিতে সময় লাগেনি ক্রিকেট প্রেমীদের।

Next Article