লাহোর: বাইশ গজে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ। তাও আবার ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023)। এমন ম্যাচ চাক্ষুষ করার সুযোগ পেলে কে-ই বার ছাড়তে চায়! কিন্তু এতদিন পাকিস্তানের সাংবাদিক ও ফ্যানেরা ভারতে ম্যাচ কভার করতে এবং দেখতে আসার অনুমতি পাচ্ছিলেন না। এ বার পাক সাংবাদিকদের জন্য সুখবর। তাঁদের ভারতে আসার ভিসার প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। তা জানতে পারার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরফ জানিয়েছেন, ১৪ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য তিনি ভারতে আসছেন। পিসিবি প্রধান তাঁর ভারত সফর নিয়ে কী বললেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
প্রায় ৬০ জন পাকিস্তানি সাংবাদিক ভারতে এসে এ বারের ওডিআই বিশ্বকাপ কভার করার জন্য ভিসার আবেদন জমা দিয়েছিলেন। এখনও তাঁরা ভারতে এসে পৌঁছাননি। এ দিকে এক এক করে এ বারের বিশ্বকাপের ১০টি ম্যাচ হয়ে গেল। এরই মাঝে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জাকা আশরফ বলেছেন, ‘ভারত সফরে যেতে আমার দেরি হয়েছে। পাকিস্তানের সাংবাদিকরা ভারতে যাওয়ার ভিসা পাবেন। এটা জানতে পারার পর আমি আগামিকাল ভারতে যাচ্ছি। ভিসা সংক্রান্ত সমস্যা নিয়ে নিয়ে বিদেশ মন্ত্রক অফিসের সঙ্গে কথা বলেছি। এবং তাঁদের এই বিষয়টি গুরুত্ব সহকারে জানিয়েছে। এই নিয়ে যে কথাবার্তা হয়েছে তাতে আমি খুশি।’
বাবর আজমদের তাতাতে ভারতে আসছেন পিসিবি প্রধান। তিনি জানিয়েছেন, ভারত ম্যাচের আগে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য তাঁর একটাই বার্তা থাকবে, এই টুর্নামেন্টে যেমন ভয়ডরহীন ক্রিকেট খেলছেন বাবর-রিজওয়ানরা, ভারতের বিরুদ্ধেও যেন সেটাই করে দেখান তাঁরা।
চলতি ওডিআই বিশ্বকাপে জোড়া ম্যাচ জিতে আমেদাবাদে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গত সেপ্টেম্বরে এ বারের এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার ভারত ও বাবর আজমের পাকিস্তান। সেই ম্যাচ দাপটের সঙ্গে জিতেছিল ভারত। বিশ্বকাপের মঞ্চেও ভারতের ক্রিকেট প্রেমীরা চায় পাকিস্তানকে যেন হারায় মেন ইন ব্লু। এ বার দেখার চলতি বিশ্বকাপে ভারত-পাক সাক্ষাতে কী হয়।