IPL 2024 Auction: আইপিএল নিলামে আনসোল্ড, সেঞ্চুরি হাঁকিয়ে রাগ মেটালেন ফিল সল্ট!
IPL Auction 2024: শুধু ভারতের ক্রিকেটাররা নন, বিদেশের ক্রিকেটাররাও স্বপ্ন দেখেন আইপিএলে খেলার। বর্তমানে ক্যারিবিয়ান সফরে গিয়েছে ইংল্যান্ড (England) টিম। সুদূর ওয়েস্ট ইন্ডিজ থেকে নিলামের খোঁজখবর রেখেছিলেন ইংলিশ ক্রিকেটার ফিল সল্ট (Phil Salt)। কিন্তু তিনি দুবাইতে হওয়া আইপিএল নিলামে (IPL 2024 Auction) অবিক্রিত রয়ে গিয়েছেন। তারপরই জ্বলে ওঠে তাঁর ব্যাট।
কলকাতা: দেশ-বিদেশে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগের অভাব নেই। কিন্তু আইপিএলের (IPL) মতো জৌলুস অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের নেই। এ বারের আইপিএলের নিলাম ইতিহাসের পাতায় রয়ে যাবে চিরকাল। অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়ে নিলাম থেকে বিরাট দাম পেয়েছেন অস্ট্রেলিয়ার তারকা মিচেল স্টার্ক। শুধু ভারতের ক্রিকেটাররা নন, বিদেশের ক্রিকেটাররাও স্বপ্ন দেখেন আইপিএলে খেলার। বর্তমানে ক্যারিবিয়ান সফরে গিয়েছে ইংল্যান্ড (England) টিম। সুদূর ওয়েস্ট ইন্ডিজ থেকে নিলামের খোঁজখবর রেখেছিলেন ইংলিশ ক্রিকেটার ফিল সল্ট (Phil Salt)। কিন্তু তিনি দুবাইতে হওয়া আইপিএল নিলামে (IPL 2024 Auction) অবিক্রিত রয়ে গিয়েছেন। তারপরই জ্বলে উঠেছে তাঁর ব্যাট।
গত আইপিএলে ফিল সল্টের অভিষেক হয়েছিল। ২০২২ সালের আইপিএলের নিলামে তাঁকে ২ কোটি টাকা দিয়ে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। ২০২৩ সালের আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে ৯টি ম্যাচ খেলেছিলেন। তাতে ছিল ২টি অর্ধশতরান। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ভেবেছিলেন, এ বারের নিলামেও দল পাবেন। আইপিএল নিলামে ১.৫ কোটি বেস প্রাইস রেখেছিলেন ইংল্যান্ডের ওপেনার। বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন সল্ট। আইপিএল নিলামের আগে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনি সেঞ্চুরি করেছিলেন। আইপিএলে দল না পাওয়ার পর দিনই ফের সেঞ্চুরি করেছেন সল্ট। আজ থেকে খুলে গিয়েছে আইপিএলের ট্রেডিং উইন্ডো। ফলে, ছন্দে থাকা ফিল সল্টকে ফের যে কোনও ফ্র্যাঞ্চাইজি নেওয়ার চেষ্টা করতেই পারে।
ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে ৫ ম্যাচের টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচে সেঞ্চুরি করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন সল্ট। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর সল্ট জানান, আইপিএল নিলামে অবিক্রিত থাকায় তিনি বেশ অবাকই হয়েছেন। তাঁর কথায়, ‘সকালটা একেবারে বিভ্রান্তিকর লেগেছে। আমি আশা করেছিলাম দল পাব। গত বছর ভারতে গিয়েছিলাম। আইপিএলে ভালো খেলেছিলাম। তাই আশা ছিল। তবে নিলাম অনেকটা লটারির টিকিট পাওয়ার মতো। যে কোনও কিছু হতেই পারে। আমাদের ড্রেসিংরুমে এমন কয়েকজন রয়েছে, যাঁদের ক্রিসমাস ভালো কাটতে চলেছে। আইপিএলের যে তালিকা ছিল, তাতে কোনও খারাপ ক্রিকেটার নেই। ফলে এমনটা হতেই পারে।’
আইপিএলে দল না পাওয়ার ফলে রাগে কী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন? তাঁর কথায়, ‘ঠিক সেভাবে নয়। কিন্তু বলতে পারি আইপিএলে দল পাওয়াটাই হয়তো অবচেতন মনে ঘুরছিল।’ আইপিএলে আনসোল্ড থাকার জবাব মুখে নয়, ব্যাটে দিয়েছেন সল্ট। এ বার দেখার তাঁকে কোনও টিম ট্রেডিংয়ে নেওয়ার আগ্রহ দেখায় কিনা।