Image Credit source: BCCI
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশন হয়ে গেল। দু-দিনের মেগা অকশনে ৫৭৭ জনের মধ্যে ১৮২ জন দল পেলেন। এর মধ্যে সবচেয়ে বেশি দামি ক্রিকেটারের রেকর্ড গড়েছেন ঋষভ পন্থ। ২৭ কোটিতে তাঁকে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ১৮২ জন প্লেয়ারের মধ্যে ৬২ জন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলি সব মিলিয়ে খরচ করেছে ৬৩৯.১৫ কোটি। স্বাভাবিক ভাবেই বেশির ভাগ ক্রিকেটারই হতাশ হয়েছেন। তবে পাঁচজন এমন ক্রিকেটারও রয়েছেন যাঁরা আইপিএল এবং বিশ্ব ক্রিকেটেও সুপারস্টার। একজন আবার ক্রিকেটের মূলস্রোত থেকেই যেন হারিয়ে যেতে বসেছেন। আলোচনায় তেমনই পাঁচ জন। প্রশ্ন হচ্ছে, ওঁদের আইপিএল কেরিয়ার কি শেষ হয়ে গেল?
দেখে নেওয়া যাক…
- ডেভিড ওয়ার্নার: একটা সময় সানরাইজার্সকে নেতৃত্ব দিয়েছেন, চ্যাম্পিয়ন করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। তিন বার অরেঞ্জ ক্যাপ জিতেছেন। আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহক। বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন। গত মরসুমে ছিলেন দিল্লি ক্যাপিটালসে। এ বার অবিক্রিতই থেকেছেন ওয়ার্নার।
- কেন উইলিয়ামসন: বিশ্ব ক্রিকেটে ফ্যাব ফোরের অন্যতম নিউজিল্যান্ডের এই ব্যাটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তারকা। কিন্তু এ বার কোনও দলই তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি। যা অবাক করার মতোই।
- পৃথ্বী শ: একটা সময় মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের যোগ্য উত্তরসূরি ধরা হচ্ছিল। দেশের জার্সিতে, আইপিএলে অবাক করা পারফর্ম করছিলেন। হঠাৎই যেন জীবন উল্টোপথে। জাতীয় দলে ব্রাত্য। আইপিএলেও দল পাননি। গত মরসুমে দিল্লি ক্যাপিটালসে থাকলে সীমিত সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। তবে কাউন্টি ক্রিকেটে সাফল্য পেয়েছিলেন।
- জনি বেয়ারস্টো: বিশ্ব ক্রিকেটে অন্যতম বিধ্বংসী ব্যাটার। গত মরসুমে পঞ্জাব কিংসে ছিলেন। অকশনে কোনও টিম ফিরেও তাকায়নি। প্রথম বার আনসোল্ড ছিলেন, অ্যাকসেলারেশন রাউন্ডে সুযোগই আসেনি।
- সরফরাজ খান: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সৌজন্যে এ বছরই টেস্ট অভিষেক হয়েছে। ভারতের টেস্ট দলে আপাতত ধারাবাহিক সদস্যও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও বেশ কিছু প্রশংসনীয় ইনিংস খেলেছেন। গত মিনি অকশনেও সুযোগ পাননি। এ বার তাঁর ভাই মুশির খান টিম পেলেও সরফরাজ অবিক্রিতই।
এরপর যে প্রশ্ন, শুরুতেই যেটা এসেছিল, তাঁদের আইপিএল কেরিয়ার কি শেষ? সরফরাজ, পৃথ্বীরা যদি ঘরোয়া টি-টোয়েন্টি ফরম্যাটে আবারও অবিশ্বাস্য পারফর্ম করতে পারেন, হয়তো দেখা যেতে পারে। তেমনই আগামী আইপিএলের আগে কোনও টিমের স্কোয়াডে গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিটকে গেলে হয়তো সুযোগ মিলতেও পারে। তবে কেন উইলিয়ামসন এবং ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রে এই সম্ভাবনা ক্ষীণ। জনি বেয়ারস্টোর একটু হলেও আশা রয়েছে। সেটাও না থাকার মতোই!