Virat Kohli, IPL 2023: ৫৫৬ দিন পর আরসিবিকে নেতৃত্ব দিলেন, জিতে কী বললেন কোহলি?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 21, 2023 | 12:02 AM

RCB, IPL 2023: ৫৫৬ দিন পর আরসিবিকে নেতৃত্ব দিলেন বিরাট কোহলি। মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে দলকে জেতালেন ভিকে। একইসঙ্গে নিজেও গড়লেন রেকর্ড।

Virat Kohli, IPL 2023: ৫৫৬ দিন পর আরসিবিকে নেতৃত্ব দিলেন, জিতে কী বললেন কোহলি?
৫৫৬ দিন পর আরসিবিকে নেতৃত্ব দিলেন, জিতে কী বললেন কোহলি?
Image Credit source: IPL Website

Follow Us

মোহালি: ১৬তম আইপিএলে (IPL 2023) চমকের পর চমক দেখা যাচ্ছে। ২০২০ সালের বিশ্বকাপের আগেই বিরাট কোহলি (Virat Kohli) ঘোষণা করেছিলেন আর আরসিবির (RCB) ক্যাপ্টেন্সি সামলাবেন না তিনি। কিন্তু চলতি আইপিএলে হঠাৎই কোহলিকে দেখা গেল আরসিবিকে নেতৃত্ব দিতে। ফাফ ডু’প্লেসি খেললেন, তাও ক্যাপ্টেন হিসেবে দেখা গেল কোহলিকে। ৫৫৬ দিন পর আরিসিবিকে নেতৃত্ব দিলেন কিং কোহলি। শুধু নেতৃত্বই দিলেন না। গড়লেন বেশ কয়েকটি রেকর্ড এবং জিতল আরসিবি। দল জয়ে ফেরায় খুশি বিরাট কোহলি। কিন্তু পয়েন্ট টেবলে নিজেদের জায়গা নিয়ে খুব বেশি ভাবতে নারাজ ভিকে। ম্যাচের শেষে কী বললেন কিং কোহলি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চলতি আইপিএলে ৬টি ম্যাচে খেলে ৩টি জয় ও ৩টি হার জুটেছে আরসিবির কপালে। বৃহস্পতিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচের শেষে পাঁচ নম্বরে উঠেছিল আরসিবি। ম্যাচের শেষে কোহলি বলেন, ‘একটা জয়ে আমারা যেমন অপ্রতিরোধ্য হয়ে যাচ্ছি না, তেমনই একটা ম্যাচ হারলেও আমরা খারাপ দল হয়ে যাচ্ছি না। আর আজকের আগে লিগে আমরা যে জায়গায় ছিলাম তাতে আমরা খারাপ দল ছিলাম তেমনটাও বলা যায় না। পয়েন্ট টেবলের অবস্থান দলের মেজাজটা তুলে ধরতে পারে না। বিশেষ করে যখন আপনি মাত্র পাঁচটি বা ছ’টি ম্যাচে খেলেছেন। আমাদের উন্নতি করার অনেক জায়গা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রথমার্ধে পরিস্থিতি আমূল বদলে গিয়েছিল। ফাফ অসাধারণ ব্যাটিং করেছে। আমরা আমাদের পার্টনারশিপ যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছিলাম। যাতে আমরা অতিরিক্ত ২০ রান যোগ করে দিতে পারে। আমরা (বিরাট-ফাফ) যদি আরও কয়েকটা ওভার ক্রিজে থাকতে পারতাম তা হলে ১৯০-২০০ রানের টার্গেট দিতে পারতাম। তাও এই পিচে ১৭৫ রানটা ভালো স্কোরই। টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ জেতার জন্য প্রয়োজন তাড়াতাড়ি উইকেট নেওয়া। প্রথম ছয় ওভার আমরা বেশ কাজে লাগিয়েছি। আমাদের ফিল্ডিংও দুর্দান্ত ছিল।’

বিরাট কোহলির রেকর্ডঝাঁপি

মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বিরাট কোহলি ওপেনিংয়ে ফাফ ডু’প্লেসির সঙ্গে শতরানের পার্টনারশিপ গড়েন। ৯৭ বলে ১৩৭ রান করে কোহলি-ডু’প্লেসি জুটি। ৪৭ বলে ৫৯ রানের ইনিংস উপহার দেন বিরাট কোহলি। আর এই ইনিংসের সুবাদেই কোহলি বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলি অধিনায়ক হিসেবে ৬৫০০ রানের মাইলফলক পার করেন। তিনিই প্রথম ক্রিকেটার যিনি অধিনায়ক হিসেবে এই মাইলস্টোন অর্জন করলেন। একইসঙ্গে প্রথম অধিনায়ক হিসেবে বিরাট টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ বার ৩০ রানর গণ্ডি পার করার রেকর্ড গড়েছেন। এ ছাড়া তিনি শিখর ধাওয়ানের পর মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে আইপিএলে ৬০০টি চার মারলেন বিরাট কোহলি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচে পাঁচটি চার হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেন কোহলি। তিনি এখনও অবধি আইপিএলে মোট ৬০৩টি চার মেরেছেন।

Next Article