বেঙ্গালুরু: লোকেশ রাহুল (KL Rahul), শ্রেয়স আইয়ারের মতো টিম ইন্ডিয়ার (Team India) সৈনিকরা জাতীয় দলে কবে ফিরবেন? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় আপামর ভারতীয় ক্রিকেট প্রেমী। শুধু ভারতের ক্রিকেট ভক্তরা এই উত্তরের অপেক্ষায় রয়েছেন, এমনটা বললে ভুল বলা হবে। ভারতীয় টিম ম্যানেজমেন্টও তাঁদের খুব শীঘ্রই জাতীয় দলে দেখতে চায়। কিন্তু চোট সারিয়ে, রিহ্যাব পর্ব কাটিয়ে টিম ইন্ডিয়ায় কামব্যাকটা সহজ হচ্ছে না লোকেশ রাহুলের জন্য। টেলিগ্রাফের এক রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অগ্নিপরীক্ষার সামনে লোকেশ রাহুল! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
থাই মাসেলের চোটের অস্ত্রোপচারের পর থেকে লোকেশ রাহুলের ঠিকানা বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। সেখানেই তিনি রিহ্যাব পর্ব কাটাচ্ছেন। দিন কয়েক আগেই লোকেশ রাহুলের ব্যাটিং অনুশীলন করার ভিডিয়ো আগেই ভাইরাল হয়েছিল। তিনি নিজেও তাঁর সুস্থতার আপডেট মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। চলতি অগস্টের শুরুতেই তিনি নিজের কিপিং অনুশীলনের ভিডিয়ো ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন। তিনি পুরোদমে নেটে ব্যাটিং, কিপিং করলেও এখনও তাঁকে ফিট বলে ঘোষণা করেনি এনসিএ। এ বার জানা গিয়েছে, এনসিএতে অনুশীলন ম্যাচে তাঁকে অংশ নিতে হবে। সেখানে নিজের ফিটনেস প্রমাণ করতে পারলে এশিয়া কাপে তাঁর জাতীয় দলে কামব্যাক হতে পারে।
এ বারের এশিয়া কাপে ভারতের যাত্রা শুরু হবে ২ সেপ্টেম্বর। টুর্নামেন্ট শুরু হবে ৩০ অগস্ট। দিন তিনেক পর, টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। সবকিছু ঠিকঠাক থাকলে, এনসিএ থেকে ফিটনেস টেস্টে উতরে গিয়ে সবুজ সংকেত পেলে এশিয়া কাপে দেখা যেতে পারে লোকেশ রাহুলকে। জানা গিয়েছে, বেঙ্গালুরুর এনসিএতে আগামী রবিবার কিংবা সোমবার এক অনুশীলন ম্যাচে অংশ নেবেন লোকেশ রাহুল। সেখানে তিনি সুষ্ঠুভাবে ক্রিকেট খেলতে পারলে ফিটনেস টেস্টে পাস করবেন। তারপর তাঁর জাতীয় দলে ফেরার বিষয় ঠিক করবে বিসিসিআই।