IPL 2022: চাকরির তোয়াক্কা না করে ইঞ্জিনিয়ার থেকে ক্রিকেটার

এক সাক্ষাৎকারে প্রথম বলেন, 'যে কোনও ক্রিকেটারের জন্যই এ এক সুবর্ণ সুযোগ। রেলওয়েজের হয়ে ভালো পারফর্ম করার সুফল মিলেছে। আইপিএলেও একটা ম্যাচই জীবন পাল্টে দিতে পারে। ভালো খেললে দেশের হয়ে খেলার সুযোগও পেতে পারি। ২ সপ্তাহ ধরে দলের সঙ্গে রয়েছি। ব্রেন্ডন ম্যাকালাম, অভিষেক নায়ারের কাছ থেকে অনেক কিছু শিখেছি। সফল ক্রিকেটার হিসেবে ছাপ রেখে যেতে চাই।'

IPL 2022: চাকরির তোয়াক্কা না করে ইঞ্জিনিয়ার থেকে ক্রিকেটার
প্রথম সিং। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2022 | 10:00 AM

মুম্বই: পড়াশোনার সঙ্গে তাল মিলিয়ে খেলাধূলা। পড়াশোনার পাশপাশি ২২ গজেও সফল, এমন ক্রিকেটারের জুড়ি মেলা ভার। অতীতে ভারতীয় দলে কুম্বলে, শ্রীনাথ, লক্ষ্মণদের দেখা গিয়েছে। সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের (KKR) ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) যেমন। ক্রিকেটার না হলে, বড় কোনও প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে চাকরি করতে পারতেন। বেঙ্গালোরের এক বড় প্রতিষ্ঠানের চাকরির অফার ফিরিয়ে ক্রিকেটকে বেছে নিয়েছেন। নাইট রাইডার্সের প্রথম সিংয়ের ঝুলিতেও রয়েছে নামী ডিগ্রি। আইপিএল (IPL) নিলামে বাঁ-হাতি ব্যাটার প্রথমকে নেয় কেকেআর। খেলাধূলার পাশাপাশি পড়াশোনাতেও তুখোড়। ভারতের এক শীর্ষ সারির কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। বড় কোম্পানির চাকরি ছেড়ে ব্যাট হাতে কেরিয়ার এগনোর কথা ভেবে নিয়েছেন প্রথম সিং (Pratham Singh)। দিল্লির ২৯ বছরের এই ছেলে রেলওয়েজের হয়ে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করেন। ৫ বছর আগে গুজরাত লায়ন্স তাঁকে নিলেও, একটা ম্যাচও খেলার সুযোগ পাননি। ৫ বছর বাদে মেগা নিলামে কেকেআর দলে নেয়।

এক সাক্ষাৎকারে প্রথম বলেন, ‘যে কোনও ক্রিকেটারের জন্যই এ এক সুবর্ণ সুযোগ। রেলওয়েজের হয়ে ভালো পারফর্ম করার সুফল মিলেছে। আইপিএলেও একটা ম্যাচই জীবন পাল্টে দিতে পারে। ভালো খেললে দেশের হয়ে খেলার সুযোগও পেতে পারি। ২ সপ্তাহ ধরে দলের সঙ্গে রয়েছি। ব্রেন্ডন ম্যাকালাম, অভিষেক নায়ারের কাছ থেকে অনেক কিছু শিখেছি। সফল ক্রিকেটার হিসেবে ছাপ রেখে যেতে চাই।’

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বি.টেক করেছেন প্রথম। ২০১৯-২০ সালে মুস্তাক আলি ট্রফিতে অভিষেক মরসুমেই ১০ ম্যাচে ৪৩৮ রান করেন তিনি। ব্যাটিং গড় ৫৪.৭৫। স্ট্রাইক রেট ১৩৬.০২। লিগ পর্বে শীর্ষ স্থানে শেষ করে রেলওয়েজ। ২০২০-২১ মরসুমে ২৯৯ রান করেন প্রথম। একটা শতরান আর ২টো অর্ধশতরান করেন। মুস্তাক আলিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন প্রথম সিং।

এ বছর কোভিড পজিটিভ হওয়ায় রঞ্জি ট্রফির প্রথম দুটো ম্যাচ খেলতে পারেননি। তবে মাঠে ফিরেই জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ৭৫ রানের একটা ইনিংস উপহার দিয়েছিলেন।

আরও পড়ুন: Indian Football: ইস্টবেঙ্গল ছাড়া যে কোনও ক্লাবে ইনভেস্ট করব: বাঙ্গুর