Prithvi Shaw: হাঁটুতে মারাত্মক চোট! নর্দাম্পটনশায়ারের হয়ে আর খেলা হচ্ছে না পৃথ্বী শ-র

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 16, 2023 | 7:44 PM

চলতি অগস্টে নর্দাম্পটনশায়ারের হয়ে পৃথ্বী শ চারটি ম্যাচ খেলেছেন। তার মধ্যে রয়েছে একটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিও।

Prithvi Shaw: হাঁটুতে মারাত্মক চোট! নর্দাম্পটনশায়ারের হয়ে আর খেলা হচ্ছে না পৃথ্বী শ-র
Prithvi Shaw: হাঁটুতে মারাত্মক চোট! নর্দাম্পটনশায়ারের হয়ে আর খেলা হচ্ছে না পৃথ্বী শ-র
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন: ইংল্যান্ডের মাটিতে পা রাখার পর থেকে ভারতীয় তারকা ক্রিকেটার পৃথ্বী শ-কে (Prithvi Shaw) বিধ্বংসী ফর্মে দেখা যাচ্ছিল। ভারতীয় টিমে তাঁর প্রত্যাবর্তনের স্বপ্ন অধরা রয়ে গিয়েছে। তবে তিনি কাউন্টিতে (County Cricket) ছন্দে ফিরেছিলেন। চলতি অগস্টে নর্দাম্পটনশায়ারের হয়ে পৃথ্বী শ চারটি ম্যাচ খেলেছেন। তার মধ্যে রয়েছে একটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিও। কিন্তু আর নর্দাম্পটনশায়ারের (Northamptonshire) হয়ে ওয়ান ডে কাপ টুর্নামেন্টে খেলা হবে না পৃথ্বী শ-য়ের। কারণ, তিনি হাঁটুর চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদন।

নর্দাম্পটনশায়ারের হয়ে ওয়ান ডে কাপ টুর্নামেন্টে পরপর দু’টি ম্যাচে পৃথ্বী করেন যথাক্রমে ২৪৪ ও ১২৫* রান। এর পর তিনি নর্দাম্পটনশায়ারকে এই টুর্নামেন্টে আরও জয়ের আশা দেখাচ্ছিলেন। এরই মাঝে জানা গিয়েছে, বাকি থাকা ওয়ান ডে কাপ টুর্নামেন্টে তাঁর আর খেলা হবে না। কারণ, ডারহামের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান পৃথ্বী।

টাইমস অব ইন্ডিয়াকে এক সূত্র জানিয়েছে, পৃথ্বী শ-র লিগামেন্টে চোট লেগেছে। মাস দু’য়েক এই চোটের কারণে তাঁকে মাঠের বাইরে কাটাতে হতে পারে। তিনি এই মুহূর্তে ক্রাচে ভর করে হাঁটাচলা করছেন। কয়েক সপ্তাহ পর তিনি ভারতে ফিরবেন। নর্দাম্পটনশায়ারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, পৃথ্বীর এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া তাদের জন্য বেশ কষ্টকর। ডারহামের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে পৃথ্বী যে হাঁটুতে চোট পেয়েছিলেন, সেই চোটের স্ক্যানের রেজাল্টে জানা গিয়েছে তাঁর চোটের পরিমাণ প্রত্যাশার চেয়ে বেশি গুরুতর।

আইপিএলে পৃথ্বী শ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। দিল্লি ক্যাপিটালস পৃথ্বীর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে।

অল্প সময়ের মধ্যে পৃথ্বী শ নর্দাম্পটনশায়ারের হয়ে ছাপ ফেলেছিলেন। তাই নর্দাম্পটনশায়ারের হেড কোচ জন স্যাডলার বলেন, ‘পৃথ্বী শ খুব অল্প সময়ের মধ্যে এই ক্লাবে বড় প্রভাব ফেলেছে। ও খুব নম্র ও ভালো ক্রিকেটার। এই ক্লাবের হয়ে খেলতে পেরে ও ভীষণ খুশি হয়েছিল।’