কলকাতা: আইপিএলে জোড়া ম্যাচ হেরেছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। এ বার প্রথম পয়েন্টের লক্ষ্যে ভাইজ্যাগে নামছেন ঋষভ-ওয়ার্নাররা। পরপর দুটি ম্যাচ বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল দিল্লির ওপেনার পৃথ্বী শ-কে। এ বার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) একাদশে ফিরলেন ওপেনার পৃথ্বী শ (Prithvi Shaw)। ডেভিড ওয়ার্নারের সঙ্গে তাঁকে ওপেনিংয়ে দেখা যাবে। পরপর দুই ম্যাচ হেরে টিমেও বদল এনেছে দিল্লি। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঋষভ পন্থ।
টস জেতার পর ঋষভ পন্থ বলেন, ‘উইকেট ভালো দেখাচ্ছে। আর ব্যাটিং ট্র্যাক এটা। ঘরের মাঠের অ্যাডভান্টেজ বলতে আমরা এখানে অনেক অনুশীলন করেছি। আইপিএলের আগেও এখানে এসে অনুশীলন করেছিলাম। সেটা দেখি এ বার কাজে লাগে কিনা।’ এরপরই পন্থ জানান, কুলদীপ যাদবের অল্প চোট রয়েছে। এবং এই ম্যাচে একাদশ থেকে রিকি ভুই বাদ পড়েছেন। আর একাদশে এসেছেন পৃথ্বী শ এবং ইশান্ত শর্মা। দিল্লি যে ২টো ম্যাচ হেরেছে তাতে পৃথ্বীকে খেলানো হয়নি বলে ক্রিকেট মহলে খোঁজ পড়েছিল।
সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় বলেন, ‘টস জিতলে আমরা প্রথমে ফিল্ডিং করতাম। ফ্রেশ উইকেট। এখানে আমাদের প্রথম ম্যাচ। পিচের ব্যাপারে খুব একটা জানি না। দেখা যাক ম্যাচে কী হয়।’ ভাইজ্যাগের গ্যালারিতে প্রচুর হলুদ জার্সি দেখা গিয়েছে, যে কারণে ঋতু হাসতে হাসতে জানান, এটা তাঁদেরও হোম ম্যাচ।
রবি-রাতে মহেন্দ্র সিং ধোনির অনুরাগীরা চাইবেন তাঁর ব্যাটিং দেখতে। সিএসকের গত ২টো ম্যাচে মাহির ব্যাটিং উপভোগ করার সুযোগ পাননি তাঁর ভক্তরা। আজ যদিও রান তাড়া করতে জিততে হবে সিএসকেকে। কিন্তু মাহি ভক্তরা ধোনির ব্যাটিং দেখতে চান। তাতে ম্যাচ যতদূরই বা গড়াক না কেন।
দিল্লি ক্যাপিটালসের একাদশ – পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ত্রিস্টান স্টাবস, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, অনরিখ নর্টজে, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খলিল আহমেদ।
ইমপ্যাক্ট পরিবর্ত – সুমিত কুমার, কুমার কুশাগ্র, রশিখ সালাম দার, প্রবীন দুবে ও জ্যাক ফ্রেসার।
চেন্নাই সুপার কিংস – ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারেল মিচেল, রবীন্দ্র জাডেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাতিসা পাথিরানা ও মুস্তাফিজুর রহমান।
ইমপ্যাক্ট পরিবর্ত – শিবম দুবে, শার্দূল ঠাকুর, শেখ রসিদ, মইন আলি, মিচেল স্যান্টনার।