AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prithvi Shaw: পৃথ্বী শ-র প্রত্যাবর্তনের তারিখ নিশ্চিত, কোন টুর্নামেন্ট দিয়ে নতুন শুরু?

Indian Cricket News: ক্রিকেটের বাইরের নানা প্রলোভনে ভেসে গিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট দূর অস্ত, আইপিএলেও টিম পান না। গত মরসুমে মুম্বই রঞ্জি টিম থেকে বাদ পড়েন। এরপরই নতুন দলের হয়ে খেলার সিদ্ধান্ত। তাঁর প্রত্যাবর্তনও নিশ্চিত হয়ে গেল।

Prithvi Shaw: পৃথ্বী শ-র প্রত্যাবর্তনের তারিখ নিশ্চিত, কোন টুর্নামেন্ট দিয়ে নতুন শুরু?
Image Credit: X
| Updated on: Aug 14, 2025 | 7:39 PM
Share

ক্রিকেটের মূলস্রোতে ফিরছেন পৃথ্বী শ। ২০১৮ সালে তাঁর ক্যাপ্টেন্সিতেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। পৃথ্বীর টিমের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ শুভমন গিল বর্তমানে ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন এবং ওয়ান ডে ক্রিকেটে ভাইস ক্যাপ্টেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার পরই সিনিয়র স্তরে ঢুকে পড়েছিলেন। কিন্তু জায়গা ধরে রাখতে পারেননি। ক্রিকেটের বাইরের নানা প্রলোভনে ভেসে গিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট দূর অস্ত, আইপিএলেও টিম পান না। গত মরসুমে মুম্বই রঞ্জি টিম থেকে বাদ পড়েন। এরপরই নতুন দলের হয়ে খেলার সিদ্ধান্ত। তাঁর প্রত্যাবর্তনও নিশ্চিত হয়ে গেল।

একটা সময় সচিন তেন্ডুলকরের যোগ্য উত্তরসূরি মনে করা হচ্ছিল পৃথ্বীকে। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটাও দুর্দান্ত করেন। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি। ধীরে ধীরে হারিয়েও যান। গত মরসুমে মুম্বইয়ের হয়ে শুধুমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলিতে খেলেছিলেন। এ বছর মুম্বই প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতেও খেলেন। পছন্দের রেড বল ক্রিকেটে স্কোয়াডে জায়গাই হয়নি। এ মরসুমে মহারাষ্ট্র টিমে যোগ দিয়েছেন পৃথ্বী শ। রঞ্জি ট্রফিতে এই টিমের হয়েই খেলবেন। তবে মহারাষ্ট্রের হয়ে তাঁর ক্রিকেটে প্রত্যাবর্তন হতে চলেছে বুচি বাবু টুর্নামেন্টে।

আগামী ১৮ অগস্ট থেকে চেন্নাইতে শুরু আমন্ত্রণমূলক বুচিবাবু টুর্নামেন্ট। মহারাষ্ট্রের হয়ে নতুন শুরু এই টুর্নামেন্টেই। ১৮ অগস্ট থেকে ৯ সেপ্টেম্বর বুচি বাবু টুর্নামেন্ট। মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার তরফে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আইপিএলের মাঝপথে চোটে ছিটকে যাওয়া ঋতুরাজ গায়কোয়াড়ও ঘরোয়া ক্রিকেটে ফিরছেন। তবে ঋতুরাজকে প্রথম ম্যাচ খেলেই ফিরতে হবে দলীপ ট্রফির জন্য। মহারাষ্ট্রকে নেতৃত্ব দেবেন অঙ্কিত বাওনে।

মহারাষ্ট্র স্কোয়াড-অঙ্কিত বাওনে (ক্যাপ্টেন), ঋতুরাজ গায়কোয়াড়, পৃথ্বী শ, সিদ্ধেশ বীর, সচিন দাস, অর্শিন কুলকার্নি, হর্ষল কাটে, সিদ্ধার্ধ মাহত্রে, সৌরভ নাবালে, মন্দার ভান্ডারি, রামকৃষ্ণ ঘোষ, মুকেশ চৌধুরি, প্রদীপ দাধে, বিকি ওসওয়াল, হিতেশ ওয়ালনুজ, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারকেকর।