Prithvi Shaw: কাম্বলির পরিণতি হতে চলেছে? পৃথ্বী শ-র কোচ যা বললেন…

অভিষেক সেনগুপ্ত | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 02, 2024 | 2:29 PM

Indian Cricket, IPL 2025: লম্বা খেলায় কাম্বলি হারিয়ে গিয়েছিলেন। সচিন তৈরি করে গিয়েছেন নিজের সাম্রাজ্য। প্রতিভাই কি ক্রিকেটে শেষ কথা? প্রতিভা দরকার পড়ে। কিন্তু আরও বেশি লাগে সংযম, নিষ্ঠা। নিজেকে সর্বোচ্চ পর্যায়ে ধরে রাখার তাগিদ। যেটা কাম্বলির ছিল না। সেই কাম্বলির মতোই কি পরিণতি হতে চলেছে পৃথ্বী শ-র?

Prithvi Shaw: কাম্বলির পরিণতি হতে চলেছে? পৃথ্বী শ-র কোচ যা বললেন...
Image Credit source: Charle Lombard/Gallo Images/Getty Images

Follow Us

কলকাতা: বিনোদ কাম্বলির পরিণতি হতে চলেছে তাঁর? একটা ভারতীয় ক্রিকেটে কাম্বলি ছিলেন অসম্ভব প্রতিভাবান এক ক্রিকেটার। টেস্টে দু-দুটো ডাবল সেঞ্চুরি। টেস্ট এবং ওয়ান ডে-তে নিয়মিত মুখ। মুম্বইয়ের বস্তিতে থেকে এভারেস্টে উঠে পড়েছিলেন কাম্বলি। তাঁর প্রতিভার নিরিখে পিছিয়ে ছিলেন সচিন তেন্ডুলকরের মতো বিস্ময়বালকও। কিন্তু লম্বা খেলায় কাম্বলি হারিয়ে গিয়েছিলেন। সচিন তৈরি করে গিয়েছেন নিজের সাম্রাজ্য। প্রতিভাই কি ক্রিকেটে শেষ কথা? প্রতিভা দরকার পড়ে। কিন্তু আরও বেশি লাগে সংযম, নিষ্ঠা। নিজেকে সর্বোচ্চ পর্যায়ে ধরে রাখার তাগিদ। যেটা কাম্বলির ছিল না। সেই কাম্বলির মতোই কি পরিণতি হতে চলেছে পৃথ্বী শ-র?

যাঁর কাছে ক্রিকেটে হাতেখড়ি, ছেলেবেলার কোচ পিঙ্কুতকর কিন্তু বলে দিয়েছেন, ‘কোনও সন্দেহ নেই, ক্রিকেটকে অসম্ভব ভালোবাসত। কিন্তু ক্রিকেটের বাইরের অনেক কিছুর সঙ্গে জড়িয়ে থেকেছে। যে করাণে হয়তো খেলার প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তার প্রতিফলন দেখা যাচ্ছে না। যে কারণে খারাপ সময়ের মুখে পড়েছে। যত দ্রুত সম্ভব পৃথ্বীর ফিরে আসা উচিত। সবার ভালোবাসা ওর সঙ্গে আছে।’

এই খবরটিও পড়ুন

যে দিল্লি ক্যাপিটালস ২ বছর আগে ৭ কোটির বেশি টাকায় রিটেন করেছিল, সেই তারাই ছেড়ে দিয়েছে পৃথ্বীকে। এ বারের আইপিএল নিলামে উঠেছিলেন পৃথ্বী। কিন্তু কোনও টিমই তাঁকে নিতে আগ্রহ দেখায়নি। দিল্লির মালিক পার্থ জিন্দাল বলেছিলেন, ‘এই ধাক্কাটা ওর দরকার ছিল।’ উত্থান আর পতনের মাঝে যে খুব বেশি সময় থাকে না, পৃথ্বী যেন দেখিয়ে দিলেন ক্রিকেটকে। ক্রিকেট যেমন হারিয়ে যাওয়ার সাক্ষী থেকেছে, তেমনই দেখেছে প্রত্যাবর্তনের কাহিনি। ভবিষ্যতের জন্য কী তুলে রেখেছেন পৃথ্বী?

Next Article