India vs Japan: জাপানের বিরুদ্ধেও বড় ইনিংস এল না ‘কোটিপতি’ বৈভব সূর্যবংশীর
ACC Men’s U19 Asia Cup 2024: আইপিএলের মেগা অকশনে তাঁকে নিয়ে লড়াই হয়েছিল। বেস প্রাইস ছিল মাত্র ৩০ লক্ষ টাকা। অবশেষে ১.১০ কোটিতে বৈভবকে নেয় রাজস্থান রয়্যালস। মাত্র ১৩ বছরেই কোটিপতি! অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে অবশ্য পারফর্ম করতে ব্যর্থ বৈভব।
গত মরসুমে রঞ্জি ট্রফি থেকেই শিরোনামে বৈভব সূর্যবংশী। বাঁ হাতি এই ওপেনার মাত্র ১২ বছরেই রঞ্জি ট্রফিতে অভিষেক করেছিলেন। তাঁকে নিয়ে প্রবল আলোচনা শুরু হয়েছিল। কিছুদিন আগে ঘরের মাঠে ভারত অনূর্ধ্ব ১৯ দলের হয়ে অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন। কোটিপতি হওয়ার পর আলোচনা আরও বেশি হয় বৈভবকে নিয়ে। আইপিএলের মেগা অকশনে তাঁকে নিয়ে লড়াই হয়েছিল। বেস প্রাইস ছিল মাত্র ৩০ লক্ষ টাকা। অবশেষে ১.১০ কোটিতে বৈভবকে নেয় রাজস্থান রয়্যালস। মাত্র ১৩ বছরেই কোটিপতি! অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে অবশ্য পারফর্ম করতে ব্যর্থ বৈভব।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারত। ৯ বলে মাত্র ১ রান করেছিলেন। ম্যাচটি হেরেছিল ভারত। আজ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জাপানের মতো নবাগত টিমের বিরুদ্ধেও বড় ইনিংস এল না বৈভবের ব্যাট থেকে। শুরুটা ভালো করলেও ২৩ বলে মাত্র ২৩ রানেই মাঠ ছাড়েন ভারতীয় ক্রিকেটের ‘নেক্সট’ বিগ থিং! টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জাপান। মুম্বইয়ের তরুণ আয়ুষ মাহত্রের সঙ্গে ওপেনিংয়ে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন বৈভব। কিন্তু বৈভবের থেকে প্রত্যাশিত পারফরম্যান্স দেখা গেল না।
এই খবরটিও পড়ুন
ভারতীয় ইনিংসের অষ্টম ওভারেই জাপানের মিডিয়াম পেসার কাজুমা কাতো-স্ট্যাফোর্ডের বোলিংয়ে ফেরেন বৈভব। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব টেস্ট সিরিজে ৬২ বলে ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। এ বছর সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতেও অভিষেক হয়। যদিও ৬ বলে মাত্র ১৩ রান। আইপিএলে বিশাল দর পাওয়ার পর যেন মানসিক আত্মতুষ্টি জায়গা করে নিয়েছে।