কলকাতা: দিল্লি প্রিমিয়ার লিগে (Delhi Premier League) অরুণ জেটলি স্টেডিয়ামে উঠল ঝড়। নর্থ দিল্লি স্ট্রাইকার্সের বিরুদ্ধে সাউথ দিল্লি সুপারস্টার ৫ উইকেটে ৩০৮ রান তুলেছে। স্কোরবোর্ড দেখলে অনেকের প্রশ্ন হতে পারে, এটা কোন ফর্ম্যাটের লিগ? আসলে এটা টি-২০ লিগ। ২০ ওভারে সাউথ দিল্লির ক্যাপ্টেন আয়ুষ বাদোনি (Ayush Badoni) ও প্রিয়াংশ আর্যর (Priyansh Arya) ব্যাটে দেখা গিয়েছে রানের ফোয়ারা। সেই সুবাদে ডিপিএলে প্রথম বার ৩০০-র বেশি রান তুলল কোনও টিম। এখানেই শেষ নয়। সাউথ দিল্লির প্রিয়াংশ এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়েছে প্রিয়াংশ আর্যর এক ওভারে ছয় ছক্কার ভিডিয়ো। মনন ভরদ্বাজের এক ওভারে টানা ৬টি ছয় মারেন সাউথ দিল্লির প্রিয়াংশ। ১২তম ওভারে এই কীর্তি গড়েন তিনি। ৪০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন প্রিয়াংশ। তিনি ১০টি চার, ১০টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন। ৫০ বলে ১২০ রান করেন প্রিয়াংশ। দিল্লি প্রিমিয়ার লিগে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার এখন প্রিয়াংশ আর্য। তিনি এখনও এই টি-২০ লিগে ৪৫০ রান করেছেন।
6️⃣ 𝐒𝐈𝐗𝐄𝐒 𝐢𝐧 𝐚𝐧 𝐨𝐯𝐞𝐫 🤩
There’s nothing Priyansh Arya can’t do 🔥#AdaniDPLT20 #AdaniDelhiPremierLeagueT20 #DilliKiDahaad | @JioCinema @Sports18 pic.twitter.com/lr7YloC58D
— Delhi Premier League T20 (@DelhiPLT20) August 31, 2024
ওপেনার প্রিয়াংশের পাশাপাশি সাউথ দিল্লি সুপারস্টারের ক্যাপ্টেন আয়ুষ অনবদ্য পারফর্ম করেছেন। তিনি ৩৯ বলে সেঞ্চুরি করেন। আর শেষ অবধি ৫৫ বলে ১৬৫ রানের অধিনায়োকচিত ইনিংস উপহার দেন। তাঁর ইনিংসে ছিল ১৯টি ছয় ও ৮টি চার। ৩০০ স্ট্রাইকরেটে ব্যাটিং করেন সাউথ দিল্লির ক্যাপ্টেন। প্রিয়াংশ আর্য এক ওভারে ৬টি ছয় মেরে রবি শাস্ত্রী ও যুবরাজ সিংয়ের এলিট গ্রুপে প্রবেশ করেছেন। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড প্রিয়াংশর।
🏔️ A mountainous total on board and a historic innings by South Delhi Superstarz 🔥👏
The stage is set for an epic chase in #AdaniDPLT20! Watch all the action live on JioCinema and Sports 18 2! 💥#AdaniDelhiPremierLeagueT20 #DilliKiDahaad pic.twitter.com/usSuUAlU3g
— Delhi Premier League T20 (@DelhiPLT20) August 31, 2024