লাহোর: পাকিস্তান ক্রিকেটে (Pakistan Cricket) ফের ডামাডোল। জাতীয় দলের অধিনায়ক বাবর আজমের (Babar Azam) মুখও দেখতে চান না এক পার ক্রিকেটার। দেশের ক্রিকেটারদের মধ্যেই যদি সম্পর্ক ঠিক না থাকে তা হলে তো ঠোকাঠুকি হবেই। চলতি পাকিস্তান সুপার লিগে (PSL) ঠিক এমনটাই হয়েছে। পাক নেতা বাবর আজমের মুখও দেখতে চান না বলে দিয়েছেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসের অধিনায়ক ইমাদ ওয়াসিম। হঠাৎ কেন বাবরকে নিয়ে ‘স্পিকটি নট’ ইমাদ ওয়াসিম? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
পিএসএলে করাচি কিংস শনিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কাছে ছয় রানে হেরেছিল। সেই নিয়ে টানা হারের হ্যাটট্রিক করে ইমাদ ওয়াসিমের দল। ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে ইমাদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, বাবর আজমের টিম পেশোয়ার জালমির বিরুদ্ধে তাঁর দল কতটা প্রস্তুত ছিল। তবে জালমি অধিনায়ক অর্থাৎ বাবর আজমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও কথা বলতে রাজি হননি।
করাচি কিংসের অধিনায়ক ইমাদ বলেন, “এটা এমন নয় যে মিডিয়াতে আসা সব খবর সব সময় সত্যি হয়। কখনও তা সত্যি হয়, আবার কখনও তা মিথ্যা হয়। আমি বাবরকে নিয়ে কোনও কথা বলতে চাই না। কারণ আমাদের দল যেভাবে খেলছে তাতে ফলাফলের দিকে আমাদের মনোযোগ দিতে হবে।”
পাক মিডিয়া থেকে জানা গিয়েছে, বাবর আজম ও ইমাদ ওয়াসিমের মধ্যে বর্তমানে সম্পর্ক ভালো নেই। নেটিজ়েনদের বক্তব্য সেই কারণে বাবরকে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ইমাদ। একইসঙ্গে তিনি জানান, দলের জন্য শেষ অবধি লড়বেন। তিনি বলেন, “ক্যাপ্টেন হিসেবে আমি চাপে নেই। টুর্নামেন্ট থেকে যতক্ষণ না বেরিয়ে যাব ততক্ষণ লড়াই চালিয়ে যাব। আমরা খেলা শেষ করতে পারিনি সেটাই আমাদের হারের অন্যতম কারণ।”
উল্লেখ্য, রবিবার লাহোর কালান্দার্সের বিরুদ্ধে ম্যাচ ছিল করাচি কিংসের। সেই ম্যাচে ৬৭ রানে জিতেছেন ইমাদ ওয়াসিমরা। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন করাচির অধিনায়ক ইমাদ।