নয়াদিল্লি: ভারতের প্রতিটি শহরে বিশেষ কিছু সুস্বাদু খাবার জনপ্রিয়। দিল্লি যেমন বিভিন্ন স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। দিল্লি শহরে ঘুরতে গেলেই সেখানকার বিখ্যাত ছোলে-কুলচেতে কাঁমড় দিতে ভোলেন না কেউই। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) জন্ম দিল্লিতেই, এবং বড় হয়ে ওঠাও সেখানেই। ভিকের মনের মধ্যে এখনও সেই ‘দিল্লি কা লড়কা’ ভাবটা রয়ে গিয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলির আউট নিয়ে কম বিতর্ক হয়নি। কোহলিকে দিল্লি টেস্টে লেগ বিফোর আউট দিয়েছিলেন অন ফিল্ড আম্পায়ার নীতিন মেনন। বল আগে ব্য়াটে নাকি প্য়াডে লেগেছে এই নিয়ে বিতর্ক তৈরি হয়। শেষ অবধি হতাশ হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। এরপর ড্রেসিংরুমে পৌঁছেই কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে কথা বলেন ভিকে। সেইসময়ই কোহলির সামনে আসে তাঁর পছন্দের খাবার ছোলে বাটুরে। সত্যিই কি তাই? না, বিরাট কোহলি ছোলে বাটুরে দেখে লাফিয়ে ওঠেননি। কোচ দ্রাবিড় নিজেই জানান সে কথা। আসলে বিরাটের জন্য নিয়ে আসা হয়েছিল কুলচা-ছোলে। এরপর বিরাট কোচ দ্রাবিড়কে তাঁর সঙ্গে খাবার খাওয়ার কথা বলেন। বিরাটের অফার করা খাবার দাঁতে কাঁটেননি দ্রাবিড়! কিন্তু কেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
দিল্লি টেস্টে ভারত জেতার পর রাহুল দ্রাবিড় জানান, সেই টেস্টের দ্বিতীয় দিন কোহলি ড্রেসিংরুমে নিজের জন্য ছোলে-কুলচা আনিয়েছিলেন। এরপর দ্রাবিড়কে সেই খাবার খাওয়ার কথা বলেছিলেন কোহলি। কিন্তু দ্রাবিড় সেই কথা রাখেননি। রাহুল বলেন, “আমার বয়স ৫০ বছর। এই বয়সে এতটা কোলেস্ট্ররলযুক্ত খাবার হজম হবে না।”
— Kanav Bali Edits (@KanavEdits) February 18, 2023
ছোলে-কুলচা সামনে দেখে খুশিতে লাফিয়ে ওঠেন বিরাট। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, একজন স্টাফ বিরাটের সামনে খাবারের প্যাকেট নিয়ে আসছেন। বিরাট যা দেখে খুশি হয়ে যান। যদিও সেই সময় কোচ দ্রাবিড়ের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন বিরাট। তাই তিনি তাঁর জন্য আনা খাবার ভেতরে নিয়ে যেতে বলেন।