বেঙ্গালুরু: এপ্রিল ফুলের দিন (April Fools Day) সকলেই কাউকে না কাউকে বোকা বানানোর ফন্দিফিকির খোঁজেন। আর তাতে সফল হলেই, মনটা বলে ওঠে ‘উল্লু বানায়া বড়া মজা আয়া’…। আজ রবিবার, ২ এপ্রিল। গতকাল ছিল ১ এপ্রিল। আর এপ্রিল মাসের প্রথম দিন পালিত হয় এপ্রিল ফুল দিবস। যা আদতে বোকা বানানোর দিন। আর বোকা বানানোর জন্য কোনও নির্দিষ্ট বয়সের মাত্রা নেই। কচিকাঁচা থেকে বুড়োরা সকলেই এই এপ্রিল ফুল দিবসে কাউকে বোকা বানাতেই পারেন। আপনি জীবনে কাউকে কোনওদিন এপ্রিল ফুলের দিন বোকা বানিয়েছেন? স্মৃতির পাতা উল্টে দেখলে ঠিক খুঁজে পাবেন। আর পাঁচটা সাধারণ মানুষ যেভাবে এপ্রিল ফুল দিবস পালন করে থাকেন, সেলিব্রেটিরাও নিজেদের মধ্যে তেমনভাবেই এই দিনটা পালন করেন। আর বিরাট কোহলির (Virat Kohli) মতো ক্রিকেটার? তিনিই বা বাদ যাবেন কেন? এপ্রিল ফুলের দিন কোহলিকে বোকা বানানোর চেষ্টা করেছিল ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা পুমা। তার পর কী হল? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা পুমার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন বিরাট কোহলি। ফলে মাঝে মধ্যেই পুমার একাধিক বিজ্ঞপনের শুটিংও করেন বিরাট কোহলি। বর্তমানে বিরাট ব্যস্ত আইপিএল-২০২৩ এ। বেঙ্গালুরুর ঘরের মাঠে আজ রবিবার রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল যাত্রা শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএলের ১৬তম সংস্করণের যাত্রা শুরুর ফাঁকেই পুমার এক শুটিংয়ের জন্য হাজির হয়েছিলেন কোহলি। সেখানেই কোহলিকে এপ্রিল ফুল করার চেষ্টা করে পুমার সঙ্গে কাজ করা কয়েকজন সদস্য। কিন্তু সেই ম্যাচের পুরো মোড় ঘুরিয়ে দেন বিরাট।
পুমা ইন্ডিয়ার ইন্সটাগ্রামে পুরো ঘটনার ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে শুটের জন্য বেশ কয়েকটি পোজ দেখানো হয় কোহলিকে। যেমন সাদা কাপড় মুখে ঢেকে পোজ দেওয়া, সব দাঁত বের করে হাসিমুখে পোজ দেওয়া। এই দু’টি পোজ দিয়ে ফটোশুট করলেও, বিরাট একটি পোজ কোনওমতেই দেবেন না বলে গোঁ ধরেন। তারপর সেখান থেকে চলে যান। ওই ফটোশুটের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা ভাবেন কোহলি রেগে গিয়েছেন। যখন তাঁরা বিরাটের কাছে গিয়ে তাঁর সঙ্গে প্র্যাঙ্ক করা হচ্ছিল বলতে যায়, সেই সময় কোহলি বলে ওঠেন, ‘আমি খুব ভালো অভিনেতা।’ এই কথা বলার পরই হেসে গড়িয়ে যান কোহলি। আর শুটের সঙ্গে যুক্ত থাকা ফটোগ্রাফার তখন বুঝতে পারেন কোহলি আগেই বুঝে গিয়েছিলেন তাঁর সঙ্গে প্র্যাঙ্ক করা হচ্ছে, তাই তিনি হঠাৎ করে ছবির জন্য পোজ দিতে নারাজ হন। পুরো বিষয়টা আগাগোড়া আঁচ করার পরও কোহলি যেভাবে মজা নিয়েছেন, তা বেশ পরিষ্কার।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি লাইক করেছেন ৪৮ হাজার ৫০৪ জন ইন্সটাগ্রাম ব্যবহারকারী। আর এই ভিডিয়োটি দেখেছেন ৪ লক্ষ ১৫ হাজার মানুষ।