IPL 2021: চ্যাম্পিয়নদের হারিয়ে ফের আলোয় রাহুল-গেইলরা

sushovan mukherjee |

Apr 24, 2021 | 9:09 AM

রোহিত শর্মার ধৈর্যশীল হাফসেঞ্চুরি, সূর্যকুমার যাদবের তেড়েফুঁড়ে ৩৩ মোটামুটি ১৩১/৬-এ পৌঁছে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। চেন্নাইয়ের পিচ ততক্ষণে যৌবন পেরিয়ে বার্ধক্যে পা রেখেছে। ঝুরঝুরে উইকেট ক্ষতে ভরা। উইকেট আরও টার্ন করবে, সেটাই স্বাভাবিক। সেখান থেকে কিনা ম্যাচটা কেড়ে নিয়ে গেলেন লোকেশ রাহুল আর ক্রিস গেইল।

IPL 2021: চ্যাম্পিয়নদের হারিয়ে ফের আলোয় রাহুল-গেইলরা
ছবি-টুইটার

Follow Us

অভিষেক সেনগুপ্ত

মুম্বই ইন্ডিয়ান্স ১৩১/৬ (২০ ওভারে)
পঞ্জাব কিংস ১৩২/১ (১৭.৪ ওভারে)

 

‘গৃহহীন’ হয়ে পড়ার পর থেকে আর আইপিএলের কোনও ম্যাচ নিয়েই ভবিষ্যদ্বাণী করা যাচ্ছে না। পাঁচ বারের চ্যাম্পিয়নদের কথাই ধরা যাক। ওয়াংখেড়েতে নীল জার্সিকে দেখে মনে হচ্ছিল ‘হাল্লা চলেছে যুদ্ধে’। সামনেই যেই আসুক না কেন, জাস্ট উড়িয়ে দেবে। সেই তারাই এখন হালে পানি পাচ্ছে না। ‘ইয়ে হ্যয় মুম্বই’ বলে এতদিন যারা কলার তুলত, সেই তারাই চিপক যে কী চিজ, ঠারেঠারে বুঝতে পারছে।

রোহিত শর্মার ধৈর্যশীল হাফসেঞ্চুরি, সূর্যকুমার যাদবের তেড়েফুঁড়ে ৩৩ মোটামুটি ১৩১/৬-এ পৌঁছে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। চেন্নাইয়ের পিচ ততক্ষণে যৌবন পেরিয়ে বার্ধক্যে পা রেখেছে। ঝুরঝুরে উইকেট ক্ষতে ভরা। উইকেট আরও টার্ন করবে, সেটাই স্বাভাবিক। পঞ্জাবকে চেপে ধরার জন্য তখন তৈরি হচ্ছে হোরিত-ব্রিগেড। সেখান থেকে কিনা ম্যাচটা কেড়ে নিয়ে গেলেন লোকেশ রাহুল আর ক্রিস গেইল। প্রথমজন করে গেলেন ৬০ নট আউট। আর দ্বিতীয় জন, নট আউট ৪৩। ১৪ বল বাকি থাকতে ম্যাচ জয় পঞ্জাব কিংসের।

পর পর জোড়া ম্যাচ হারের পর রাহুলরা ঘুরে দাঁড়ানোর জন্যই নেমেছিলেন চিপকে। কয়েকটা বদলও করা হয়েছিল। তাতেই জয় এল। মহম্মদ সামি, রবি বিষ্ণোই, দীপক হুডারা বল হাতে চাপে ফেলে দিয়েছিলেন মুম্বইকে। একদিকে রোহিত শুধু দাঁড়িয়েছিলেন। তিনি ৫২ বলে ৬৩ না করলে কিন্তু ১০০-ও পার করতে পারত না মুম্বই। তাঁর সঙ্গে কিছুটা লড়লেন সূর্য যাদব। শেষ দিকে সামান্য কায়রন পোলার্ড (১৬ নট আউট)। বাকি কেউই আর চিপকের স্পিন পড়তে পারলেন না।

অনেক দিন পর সামি দারুণ বোলিং করলেন। ডেথে তাঁর লেন্থে গোলমাল হচ্ছিল। যে কারণে মার খেয়ে যাচ্ছিলেন। ডেথ তো বটেই, পাওয়ার প্লে-র পর যখনই বল করতে এসেছিলেন, বিপক্ষকে চাপে ফেলেছেন উইকেট নিয়ে। সব মিলিয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে নিলেন ২ উইকেট। বিষ্ণোইও দারুণ বোলিং করলেন। একে লেগস্পিনার, তার উপর আবার বিষাক্ত গুগলি— পঞ্জাবের তরুণ বোলারকে ঠেকায় কে! ৪ ওভারে ২১ রান দিয়ে ঈশান কিষাণ ও সূর্যর উইকেট ঝুলিতে।

আরও পড়ুন:IPL 2021: আইপিএলে নেই আর্চার, অস্ত্রোপচার হবে নট্টুর

টসে হেরে বা জিতে আগের ম্যাচগুলোতে প্রথমে ব্যাট করতেই দেখা গিয়েছে পঞ্জাবকে। মুম্বইয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন রাহুল। একটা আশা ছিল, অনেক সময় চিপকের বাইশ গজ শেষ দিকে চরিত্র পাল্টে ফেলছে। টার্ন-টুইস্ট ভুলে নিপাট ভদ্রলোকের মতো আচরণ করছে। শুক্রবারের চিপক কিছুটা হলেও কথা রেখেছিল রাহুলের!

সংক্ষিপ্ত স্কোর: মুম্বই ইন্ডিয়ান্স ১৩১/৬ (রোহিত ৬৩, সূর্য ৩৩, পোলার্ড নট আউট ১৬, বিষ্ণোই ২/২১, সামি ২/২১, দীপক ১/১৫)। পঞ্জাব কিংস ১৩২/১ (রাহুল নট আউট ৬০, গেইল নট আউট ৪৩, মায়াঙ্ক ২৫, রাহুল চাহার ১/১৯)।

Next Article