আজ ৪৮-এ পা ক্রিকেট ঈশ্বরের

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Apr 24, 2021 | 9:05 AM

২৪ এপ্রিল। দিনটা ক্রিকেট বিশ্বের কাছে স্মরণীয়। আজকের দিনেই জন্মেছিলেন এক কিংবদন্তি ক্রিকেটার। ক্রিকেটের ঈশ্বর সচিন রমেশ তেন্ডুলকর (Sachin Tendulkar)। ২৫ বছরের কেরিয়ারে তিনি গড়েছিলেন একের পর এক রেকর্ড। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সচিনের করা এমন অনেক রেকর্ড রয়েছে, যা এখনও কেউ ভাঙতে পারেননি। মাস্টার ব্লাস্টারের জন্মদিনে ফিরে দেখা তাঁর কিছু ঘটনা...

1 / 5
১৯৮৭ সালের ভারত ও জিম্বাবুয়ে ম্যাচে, সচিন একজন বলবয় হিসাবে অংশ নিয়েছিলেন। (সৌজন্যে-বিসিসিআই)

১৯৮৭ সালের ভারত ও জিম্বাবুয়ে ম্যাচে, সচিন একজন বলবয় হিসাবে অংশ নিয়েছিলেন। (সৌজন্যে-বিসিসিআই)

2 / 5
১৯৮৮ সালে সচিন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হওয়া এক প্রস্তুতি ম্যাচে, পাকিস্তানের হয়ে ফিল্ডিং করেন। সেই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে।(সৌজন্যে-বিসিসিআই)

১৯৮৮ সালে সচিন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হওয়া এক প্রস্তুতি ম্যাচে, পাকিস্তানের হয়ে ফিল্ডিং করেন। সেই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে।(সৌজন্যে-বিসিসিআই)

3 / 5
১৯৮৯ সালে সচিন তেন্ডুলকর ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পান এবং করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে দেশের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে খেলেন।(সৌজন্যে-বিসিসিআই)

১৯৮৯ সালে সচিন তেন্ডুলকর ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পান এবং করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে দেশের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে খেলেন।(সৌজন্যে-বিসিসিআই)

4 / 5
২০১০ সালে সচিন তেন্ডুলকর ওয়ান ডে-তে ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হয়েছিলেন।(সৌজন্যে-বিসিসিআই)

২০১০ সালে সচিন তেন্ডুলকর ওয়ান ডে-তে ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হয়েছিলেন।(সৌজন্যে-বিসিসিআই)

5 / 5
২০১২ সালের ১৬ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে কেরিয়ারের ১০০তম সেঞ্চুরি করেন মাস্টার ব্লাস্টার।(সৌজন্যে-বিসিসিআই)

২০১২ সালের ১৬ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে কেরিয়ারের ১০০তম সেঞ্চুরি করেন মাস্টার ব্লাস্টার।(সৌজন্যে-বিসিসিআই)

Next Photo Gallery