দল আইপিএল (IPL) তালিকা সবার নীচে। উইনিং কম্বিনেশন খুঁজে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। এই অবস্থায় আরো একটা ধাক্কা। এবারের আইপিএলে আর রাজস্থানের(Rajasthan Royals) হয়ে মাঠে নামতে পারবেন না জোফরা আর্চার (Jofra Archer)। শুক্রবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, আপাতত তাদের ফাস্ট বোলারের ভারতে আসার কোন সম্ভাবনা নেই। ভারত সফরে চোট পেয়েছিলেন এই ইংলিশ ফাস্ট বোলার। দেশে ফিরে অস্ত্রোপচার করান।
২৯ তারিখ অপারেশন হওয়ার পর। গত সপ্তাহে মাঠে নামেন জোফরা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও সাসেক্স কাউন্টির ডাক্তাররা সম্পূর্ণ পর্যবেক্ষণে রাখছেন এই ফাস্ট বোলারকে। তারাই সাজাচ্ছেন জোফরার রিহ্যাবের সূচি। ডাক্তারদের মতে হয়তো আগামী সপ্তাহে সম্পূর্ণ গতিতে বল করা শুরু করতে পারবেন ইংল্যান্ডের এই ফাস্ট বোলার। রাজস্থান শিবিরের আশা ছিল আইপিএলের দ্বিতীয় পর্বে তাকে হয়তো দলে পাওয়া যাবে। তবে সেটা হচ্ছে না তাই নতুন পরিকল্পনা সাজাতে হবে সাঙ্গাকারাদের।
এদিকে বৃহস্পতিবার সানরাইজার্স (Sunrisers Hyderabad) শিবির ছাড়েন ভারতীয় বোলার টি নটরাজন। হাটুর চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেছেন তিনি। পরীক্ষার পর ডাক্তাররা সিদ্ধান্ত নেন, অস্ত্রোপচার করাতে হবে নট্টুর। গতবছর সানরাইজার্সের হয়ে দুরন্ত পারফর্ম করায় জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। এবারও অরেঞ্জ আর্মির জার্সিতে নিজের সেরাটা দিতে চেয়ে ছিলেন বাঁহাতি ফাস্ট বোলার। তবে সেটা হচ্ছে না তাই মন খারাপ নটরাজনের (T Natarajan)।