PBKS vs MI, IPL 2021 Match17 Result: মুম্বইকে হারিয়ে দুরন্ত জয় গেইল-রাহুলদের

Apr 23, 2021 | 11:11 PM

PBKS vs MI Live Score: পঞ্জাব কিংস (Punjab Kings) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

PBKS vs MI, IPL 2021 Match17 Result: মুম্বইকে হারিয়ে দুরন্ত জয় গেইল-রাহুলদের
রোহিত বনাম রাহুল দ্বৈরথ

Follow Us

চেন্নাইয়ে আজ আইপিএলে (IPL) মুখোমুখি হয়েছিল কেএল রাহুলের পঞ্জাব কিংস (Punjab Kings) ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। টসে জিতে পঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত শর্মাদের। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স তোলে ১৩১ রান। ৬৩ রানের দুরন্ত ইনিংস খেলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ১৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারায় পঞ্জাব কিংস। ১৪ বল বাকি থাকতেই জয় তুলে নিল প্রীতি জিন্টার দল। ৯ উইকেটে ম্যাচ জিতল গেইলরা। পঞ্জাব অধিনায়ক এই ম্যাচে করেন ৬০ রান। ইউনিভার্সাল বস ক্রিস গেইল করেছেন ৪৩ রান।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 23 Apr 2021 10:59 PM (IST)

    ৯ উইকেটে ম্যাচ জিতল পঞ্জাব

    ১৪ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরল কেএল রাহুলরা

  • 23 Apr 2021 10:55 PM (IST)

    বাকি মাত্র ৩ ওভার

    জয়ের জন্য ১৮ বলে ১৭ রান প্রয়োজন


  • 23 Apr 2021 10:53 PM (IST)

    পঞ্জাব অধিনায়কের হাফ সেঞ্চুরি

    ১৬.৩ ওভারে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন কেএল রাহুল।

  • 23 Apr 2021 10:46 PM (IST)

    পঞ্জাবের শতরান

    ১৫.৪ ওভারে পঞ্জাব কিংস দলগত শতরান পূর্ণ করল

  • 23 Apr 2021 10:40 PM (IST)

    ১৫ ওভারে পঞ্জাব ৯৯/১

    ক্রিজে গেইল-রাহুল

  • 23 Apr 2021 10:32 PM (IST)

    ১০ ওভারে পঞ্জাব ৬২/১

    প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে ৬২ রান তুলেছেন কেএল রাহুলরা।

  • 23 Apr 2021 10:06 PM (IST)

    মায়াঙ্কের উইকেট রাহুল চাহারের খাতায়

    ২৫ রান করে আউট হলেন মায়াঙ্ক আগরওয়াল

  • 23 Apr 2021 10:04 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে পঞ্জাব তুলেছে ৪৫ রান

  • 23 Apr 2021 09:59 PM (IST)

    ৫ওভারে পঞ্জাব ৪০/০

    কোনও উইকেট না হারিয়ে ৫ওভারে পঞ্জাব কিংস তুলেছে ৪০ রান

  • 23 Apr 2021 09:30 PM (IST)

    পঞ্জাবের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল

  • 23 Apr 2021 09:14 PM (IST)

    পঞ্জাবের টার্গেট ১৩২

    নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স তুলেছে ১৩১ রান

  • 23 Apr 2021 09:12 PM (IST)

    ক্রুণাল পান্ডিয়াকে ফেরালেন শামি

    ৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ক্রুণাল পান্ডিয়া

  • 23 Apr 2021 09:04 PM (IST)

    হার্দিকের উইকেট হারাল মুম্বই

    মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন হার্দিক পান্ডিয়া

  • 23 Apr 2021 08:57 PM (IST)

    রোহিত ফিরলেন সাজঘরে

    ৬৩ রান করে আউট হলেন মুম্বই অধিনায়ক

  • 23 Apr 2021 08:53 PM (IST)

    বাকি ৩ ওভার

    ১৭ ওভারে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ১১১।

  • 23 Apr 2021 08:49 PM (IST)

    রবি বিষ্ণোইয়ের খাতায় সূর্যকুমারের উইকেট

    ৩৩ রান করে রবি বিষ্ণোইয়ের বলে ক্রিস গেইলের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন সূর্যকুমার যাদব।

  • 23 Apr 2021 08:43 PM (IST)

    মুম্বইয়ের দলগত শতরান

    ১৫.২ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের দলগত শতরান পূর্ণ

  • 23 Apr 2021 08:39 PM (IST)

    ১৫ ওভারে মুম্বই ৯৭/২

    এই ওভার থেকে এসেছে ৯ রান

  • 23 Apr 2021 08:31 PM (IST)

    রোহিতের হাফ সেঞ্চুরি

    ৪০ বলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন।

  • 23 Apr 2021 08:15 PM (IST)

    মুম্বইয়ের ৫০ রান

    ১০.১ ওভারে মুম্বই দলগত ৫০ রান পূর্ণ করল

  • 23 Apr 2021 08:15 PM (IST)

    ১০ ওভারে মুম্বই ৪৯/২

    প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে রোহিতরা তুলেছেন ৪৯ রান

  • 23 Apr 2021 08:00 PM (IST)

    ঈশান কিষাণের উইকেট হারাল মুম্বই

    ৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ঈশান কিষাণ।

  • 23 Apr 2021 07:56 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এই উইকেট হারিয়ে মুম্বই তুলেছে ২১ রান। রোহিত শর্মা ব্যাটিং করছেন ১৩ রানে। ঈশান কিষাণ রয়েছেন ৫ রানে।

     

  • 23 Apr 2021 07:50 PM (IST)

    ৫ ওভারে মুম্বই ১৭/১

    প্রথম ৫ ওভারে এক উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স তুলেছে ১৭ রান

  • 23 Apr 2021 07:40 PM (IST)

    দীপক ফেরালেন ডি’কককে

    ৩ রান করে আউট হলেন মুম্বই ওপেনার কুইন্টন ডি’কক

  • 23 Apr 2021 07:33 PM (IST)

    মুম্বইয়ের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও কুইন্টন ডি’কক

  • 23 Apr 2021 07:12 PM (IST)

    মুম্বইয়ের প্রথম একাদশ

    মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি’কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জয়ন্ত যাদব, এবং জশপ্রীত বুমরা।

  • 23 Apr 2021 07:10 PM (IST)

    পঞ্জাবের প্রথম একাদশ

    পঞ্জাব কিংসের প্রথম একাদশ: কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দীপক হুডা, শাহরুখ খান, মরিস হেনরিকস, ফ্যাবিয়ান অ্যালেন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, অর্শদীপ সিং।

  • 23 Apr 2021 07:01 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল পঞ্জাব কিংস। টসে জিতে পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন

  • 23 Apr 2021 06:37 PM (IST)

    পাল্লা ভারি কোন দলের?

    আইপিএলে এই নিয়ে ২৬ বার মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস। তার মধ্যে মুম্বই জিতেছে ১৪ বার ও পঞ্জাব জিতেছে ১২ বার।