IPL 2021: ক্যাপ্টেন কোহলির ৬ হাজারি মাইলস্টোন, কাছাকাছি কারা?

Apr 23, 2021 | 5:29 PM

আইপিএলে (IPL) প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রান (6000 runs in IPL) করে ফেললেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। চলতি আইপিএলের ১৬তম ম্যাচে এই রেকর্ড গড়লেন ভিকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বৃহস্পতিবারে ম্যাচে ৪৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন বিরাট। এই মরসুমে টানা ৪ ম্যাচে জিতেছে বিরাটের আরসিবি।

1 / 5
আইপিএলের সবথেকে বেশি রান বিরাট কোহলির ঝুলিতে। ১৯৬টি ম্যাচে ৬০২১ রান করেছেন তিনি।

আইপিএলের সবথেকে বেশি রান বিরাট কোহলির ঝুলিতে। ১৯৬টি ম্যাচে ৬০২১ রান করেছেন তিনি।

2 / 5
আইপিএলে ৬ হাজার রানের কাছাকাছি, বিরটের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সুরেশ রায়না (Suresh Raina)। ১৯৭টি ম্যাচে রায়না করেছেন ৫৪৪৮ রান।

আইপিএলে ৬ হাজার রানের কাছাকাছি, বিরটের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সুরেশ রায়না (Suresh Raina)। ১৯৭টি ম্যাচে রায়না করেছেন ৫৪৪৮ রান।

3 / 5
তৃতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। দিল্লির ওপেনার ১৮০টি ম্যাচে খেলে ৫৪২৭ রান করেছেন।

তৃতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। দিল্লির ওপেনার ১৮০টি ম্যাচে খেলে ৫৪২৭ রান করেছেন।

4 / 5
সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) অধিনায়ক ডেভিড ওয়ার্নার (David Warner) রয়েছেন চতুর্থ স্থানে। ১৪৬টি ম্যাচ খেলে তাঁর ঝুলিতে রয়েছে ৫৩৮৪ রান।

সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) অধিনায়ক ডেভিড ওয়ার্নার (David Warner) রয়েছেন চতুর্থ স্থানে। ১৪৬টি ম্যাচ খেলে তাঁর ঝুলিতে রয়েছে ৫৩৮৪ রান।

5 / 5
মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) রয়েছেন পঞ্চম স্থানে। ২০৪টি ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ৫৩৬৮ রান। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) রয়েছেন পঞ্চম স্থানে। ২০৪টি ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ৫৩৬৮ রান। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

Next Photo Gallery