IPL 2024: গব্বরের চালে গিলের গুজরাটের বিরুদ্ধে ফিরলেন ‘মন্ত্রী’ রাজা

Apr 04, 2024 | 7:43 PM

GT vs PBKS: জোড়া ম্যাচ হেরে আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছে পঞ্জাব কিংস। এ বার হারের হ্যাটট্রিক আটকানোই গব্বরের পল্টনের লক্ষ্য। তার জন্য আজ শুভমন গিলের গুজরাটকে হারাতে হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে।

IPL 2024: গব্বরের চালে গিলের গুজরাটের বিরুদ্ধে ফিরলেন মন্ত্রী রাজা
IPL 2024: গব্বরের চালে গিলের গুজরাটের বিরুদ্ধে ফিরলেন 'মন্ত্রী' রাজা
Image Credit source: IPL X

Follow Us

কলকাতা: লক্ষ্মীবারে ঘরের মাঠে ২ পয়েন্ট ঝুলিতে ভরতে চান শুভমন গিল-ঋদ্ধিমান সাহারা। শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নামছে গুজরাট টাইটান্স (Gujarat Titans)। টস জিতে পঞ্জাব কিংসের ক্যাপ্টেন শিখর ধাওয়ান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। দুই টিমের একাদশেই রয়েছে দুই পরিবর্তন। কেমন হল দুই দলের একাদশ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জোড়া ম্যাচ হেরে আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছে পঞ্জাব কিংস। এ বার হারের হ্যাটট্রিক আটকানোই গব্বরের পল্টনের লক্ষ্য। তার জন্য আজ শুভমন গিলের গুজরাটকে হারাতে হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে। আপাতত গিলের বিরুদ্ধে টস জিতেছেন শিখর ধাওয়ান। ম্যাচ কি জিততে পারবেন?

আমেদাবাদে টস জিতে পঞ্জাব কিংসের অধিনায়ক বলেন, ‘উইকেট ভালো দেখাচ্ছে বলে আমরা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিচ্ছি। আমি মনে করি ভালো ক্রিকেট উপহার দিয়েছি। টুর্নামেন্ট সবে শুরু হয়েছে। আমরা আশা করি ধীরে ধীরে ভালো পারফর্ম করব। ১০ শতাংশ উন্নতির প্রয়োজন রয়েছে।’ এরপর শিখর জানান, লিয়াম লিভিংস্টোনের জায়গায় আজ পঞ্জাবের একাদশে এসেছেন সিকান্দার রাজা।

গুজরাটের অধিনায়ক শুভমন গিল টসের পর বলেন, ‘আমরা প্রথমে বোলিং বাছতাম। উইকেট বেশ ভালো। আশা করছি একটা দারুণ লড়াই হতে চলেছে। আমরা টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছি। গত বছরও আমরা ভালো পারফর্ম করেছিলাম।’ এরপরই গিল জানান, আজ একাদশে একটি পরিবর্তন রয়েছে। ডেভিড মিলারের সামান্য চোট রয়েছে। তাই তাঁর পরিবর্তে একাদশে এসেছেন কেন উইলিয়ামসন।

গুজরাট টাইটান্সের একাদশ – শুভমন গিল (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, আজমতউল্লাহ ওমরজাই, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নুর আহমেদ, উমেশ যাদব ও দর্শন নালকান্ডে।

ইমপ্যাক্ট পরিবর্ত – বিআর শরথ, মোহিত শর্মা, সন্দীপ ওয়ারিয়র, অভিনব মনোহর ও মানব সুথার।

পঞ্জাব কিংসের একাদশ – শিখর ধাওয়ান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জীতেশ শর্মা (উইকেটকিপার), প্রভসিমরন সিং, স্যাম কারান, শশাঙ্ক সিং, সিকান্দার রাজা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা ও অর্শদীপ সিং।

ইমপ্যাক্ট পরিবর্ত – তনয় থঙ্গরাজন, নাথান এলিস, আশুতোষ শর্মা, রাহুল চাহার ও বিদ্যথ কাভেরাপ্পা।

Next Article