IPL 2024: ক্যাচ ড্রপের বৃষ্টি! ডু অর ডাই ম্যাচে পঞ্জাবের বিরাট ‘মিস’ কাজে লাগালেন কোহলিও

May 09, 2024 | 11:14 PM

Virat Kohli: পঞ্জাব কিংসের বিরুদ্ধে ধরমশালায় ৩২ বলে অর্ধশতরান করেছেন বিরাট কোহলি। আরসিবির ইনিংসের ১০ ওভারের মধ্যে পঞ্জাব কিংসের ফিল্ডাররা ২ বার বিরাট কোহলির ক্যাচ ড্রপ করেন। আর সেই সুযোগই কোহলি কাজে লাগান।

IPL 2024: ক্যাচ ড্রপের বৃষ্টি! ডু অর ডাই ম্যাচে পঞ্জাবের বিরাট মিস কাজে লাগালেন কোহলিও
IPL 2024: ক্যাচ ড্রপের বৃষ্টি! ডু অর ডাই ম্যাচে পঞ্জাবের বিরাট 'মিস' কাজে লাগালেন কোহলিও
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে পঞ্জাব কিংস ও আরসিবি দু’টো দলই। তারাই আজ ধরমশালায় আইপিএলের (IPL) ম্যাচে মুখোমুখি। টস জিতে প্রথমে আরসিবিকে ব্যাটিংয়ে পাঠান পঞ্জাবের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন স্যাম কারান। এই ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি ছিল। আরসিবির ইনিংসের মাঝপথে বৃষ্টির কারণে খেলা প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল। নয়নাভিরাম ধরমশালায় শিলাবৃষ্টি হয়েছে। সঙ্গে হয়েছে আর এক বিশেষ বৃষ্টি। তা হল ক্যাচ বৃষ্টি। আরসিবির ১০ ওভারের মধ্যে এক, দুই নয় মোট ৪টি ক্যাচ মিস করেছেন পঞ্জাব কিংসের ফিল্ডাররা। আর সেই সুযোগই কাজে লাগালেন বিরাট কোহলিও (Virat Kohli)।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ধরমশালায় ৩২ বলে অর্ধশতরান করেছেন বিরাট কোহলি। এটি কিং কোহলির আইপিএল কেরিয়ারের ৫৫তম অর্ধশতরান। আরসিবির ইনিংসের ১০ ওভারের মধ্যে পঞ্জাব কিংসের ফিল্ডাররা ২ বার বিরাট কোহলির ক্যাচ ড্রপ করেন। আর সেই সুযোগই কোহলি কাজে লাগান। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে বিরাট কোহলি ১০০০ রানের রেকর্ড গড়েছেন।

ধরমশালায় কোন কোন ওভারে আরসিবির ক্যাচ মিস করেছেন পঞ্জাব কিংসের ক্রিকেটাররা?

  1. আরসিবির প্রথম ক্যাচ পঞ্জাব মিস করেছে প্রথম ওভারের তৃতীয় বলে। বোলার ছিলেন বিদ্বথ কাবেরাপ্পা। আরসিবির প্রথম ওভারের তৃতীয় বলে বিরাটের ক্যাচ ফস্কান আশুতোষ শর্মা। তখন বিরাট ছিলেন ৩ রানে।
  2. আরসিবির দ্বিতীয় ক্যাচ মিস পঞ্জাব করেছে তৃতীয় ওভারের ষষ্ঠ বলে। সে বারও ব্যাটার ছিলেন বিরাট কোহলি। তিনি তখন ১০ রানে। রাইলি রোসো ওই ক্যাচ ফস্কান।
  3. আরসিবির তৃতীয় ক্যাচ পঞ্জাব মিস করেছে পঞ্চম ওভারের ষষ্ঠ বলে। সে বার রজত পাতিদারের ক্যাচ ফস্কান হর্ষল প্যাটেল। রজত তখন ছিলেন ১ রানে।
  4. আরসিবির চতুর্থ ক্যাচ পঞ্জাব মিস করেছে অষ্টম ওভারের তৃতীয় বলে। সে বারও ব্যাটার ছিলেন রজত পাতিদার। তাঁর ক্যাচ মিস করেন জনি বেয়ারস্টো। রজত তখন ৩৩ রানে ছিলেন। শেষ অবধি তিনি ২৩ বলে ৫৫ রান করে মাঠ ছাড়েন।
Next Article