কলকাতা: খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে পঞ্জাব কিংস ও আরসিবি দু’টো দলই। তারাই আজ ধরমশালায় আইপিএলের (IPL) ম্যাচে মুখোমুখি। টস জিতে প্রথমে আরসিবিকে ব্যাটিংয়ে পাঠান পঞ্জাবের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন স্যাম কারান। এই ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি ছিল। আরসিবির ইনিংসের মাঝপথে বৃষ্টির কারণে খেলা প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল। নয়নাভিরাম ধরমশালায় শিলাবৃষ্টি হয়েছে। সঙ্গে হয়েছে আর এক বিশেষ বৃষ্টি। তা হল ক্যাচ বৃষ্টি। আরসিবির ১০ ওভারের মধ্যে এক, দুই নয় মোট ৪টি ক্যাচ মিস করেছেন পঞ্জাব কিংসের ফিল্ডাররা। আর সেই সুযোগই কাজে লাগালেন বিরাট কোহলিও (Virat Kohli)।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ধরমশালায় ৩২ বলে অর্ধশতরান করেছেন বিরাট কোহলি। এটি কিং কোহলির আইপিএল কেরিয়ারের ৫৫তম অর্ধশতরান। আরসিবির ইনিংসের ১০ ওভারের মধ্যে পঞ্জাব কিংসের ফিল্ডাররা ২ বার বিরাট কোহলির ক্যাচ ড্রপ করেন। আর সেই সুযোগই কোহলি কাজে লাগান। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে বিরাট কোহলি ১০০০ রানের রেকর্ড গড়েছেন।
Another day, another milestone for Virat Kohli!
He completes 1⃣0⃣0⃣0⃣ runs against Punjab Kings 👏👏
Follow the match ▶️ https://t.co/49nk5rrUlp#TATAIPL | #PBKSvRCB | @imVkohli pic.twitter.com/J61XoK6qcn
— IndianPremierLeague (@IPL) May 9, 2024
ধরমশালায় কোন কোন ওভারে আরসিবির ক্যাচ মিস করেছেন পঞ্জাব কিংসের ক্রিকেটাররা?