PBKS vs MI : তিন বছর পর সেঞ্চুরি জুটি! আইপিএলে মুম্বইয়ের ২০০ তম ম্যাচের পর রোহিত বললেন…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

May 04, 2023 | 12:03 AM

Punjab Kings vs Mumbai Indians Post Match : তরুণদের পারফরম্য়ান্সে স্বাভাবিক ভাবেই স্বস্তিতে অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে দু'শোতম ম্য়াচ খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। জয়ের পর রোহিত বলেন, 'একটা সময় টি-টোয়েন্টিতে ১৪০-১৫০ রানও অনেক ছিল। এখন! পাশাপাশি অতিরিক্ত এক ব্য়াটার (ইমপ্য়াক্ট প্লেয়ার) খেলানো বিরাট পার্থক্য় গড়ে দেয়।'

PBKS vs MI : তিন বছর পর সেঞ্চুরি জুটি! আইপিএলে মুম্বইয়ের ২০০ তম ম্যাচের পর রোহিত বললেন...
Image Credit source: IPL

Follow Us

দীপঙ্কর ঘোষাল : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, শুরুটা মন্থর হলেও পরের দিকে দুর্দান্ত পারফর্ম করে মুম্বই। পাঁচ বারের চ্য়াম্পিয়ন তারা। গত মরসুমে অবশ্য এই ফর্মূলা দেখা যায়নি। সবচেয়ে খারাপ মরসুম গিয়েছিল মুম্বইয়ের। তার অন্যতম কারণ হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারের চলে যাওয়া। নতুন টিম গুজরাট টাইটান্সের দায়িত্ব নেন হার্দিক। প্রথম বারই চ্য়াম্পিয়ন হন। এ বছরও শুরু থেকে অনেক কিছুই মিসিং ছিল মুম্বই শিবিরে। পোলার্ডের মতো বিধ্বংসী ব্য়াটার আইপিএল থেকে অবসর নিয়ে মুম্বইয়ের ব্য়াটিং কোচ হয়েছেন। তবে গত মরসুম থেকে মুম্বই যেটা চেষ্টা করেছে, নতুন প্লেয়ার তুলে আনা। এক ঝাঁক তরুণ প্লেয়ারকে সুযোগ দিয়েছিল মুম্বই। এ বার তার কিছুটা ফল পাওয়া যাচ্ছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় আরও একটা উদাহরণ। ২০২০ আইপিএলের পর ফের একটা শতরানের জুটি মুম্বই ইন্ডিয়ান্সের। কী বলছেন অধিনায়ক রোহিত শর্মা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২১৫ রানের বিশাল লক্ষ্য। প্রথম ওভারেই রোহিত শর্মার উইকেট হারায় মুম্বই। পাওয়ার প্লের শেষ বলে আউট ক্য়ামেরন গ্রিনও। এখান থেকে ম্য়াচ ঘুরে যেতে পারত। মুম্বই শিবিরে ব্য়াটিং বিপর্যয়ও আসতে পারতো। তবে দায়িত্ব নিয়ে খেললেন ঈশান কিষাণ। এ মরসুমে বেশ কিছু ম্য়াচে ভালো শুরু করেও দায়িত্বপূর্ণ ইনিংস দেখা যায়নি। এই ম্য়াচে উইকেটের পেছনে যেমন অনবদ্য ছিলেন, উইকেটের সামনেও। ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে নামেন স্কাই। তাঁর সঙ্গে শতরানের জুটি। অল্প সময়ের ব্য়বধানে স্কাই, ঈশান দু-জনই আউট। এখান থেকেও পা হড়কানোর সম্ভাবনা ছিল। কিন্তু স্নায়ুর চাপ সামলে রাখেন টিম ডেভিড এবং তরুণ বাঁ হাতি ব্য়াটার তিলক ভার্মা। ১৬ বলে ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি। ৭ বল বাকি থাকতেই জয় মুম্বইয়ের। তিলক ভার্মা ১০২ মিটারের বিশাল ছক্কায় ম্য়াচ ফিনিশ করেন।

তরুণদের পারফরম্য়ান্সে স্বাভাবিক ভাবেই স্বস্তিতে অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে দু’শোতম ম্য়াচ খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। জয়ের পর রোহিত বলেন, ‘একটা সময় টি-টোয়েন্টিতে ১৪০-১৫০ রানও অনেক ছিল। এখন! পাশাপাশি অতিরিক্ত এক ব্য়াটার (ইমপ্য়াক্ট প্লেয়ার) খেলানো বিরাট পার্থক্য় গড়ে দেয়।’ ঈশান কিষাণ প্রসঙ্গে রোহিত বলেন, ‘উইকেটের পেছনে ও দুর্দান্ত পারফর্ম করছিল। এই ম্য়াচে দুর্দান্ত ব্য়াট করল। গত ২-৩ বছর ধরেই ভালো খেলছিল। তবে এই ম্য়াচে যেন সুযোগটা খুব ভালো কাজে লাগিয়েছে। সূর্য-ঈশান দুর্দান্ত ব্য়াট করেছে, তেমনই টিম-তিলক দারুণ ফিনিশ করল। মরসুমের শুরুতেই বলেছিলাম, ফল যাই হোক, আগ্রাসী ক্রিকেটেই মন দেব।’

Next Article