Rahul Dravid: দল নির্বাচনে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, মানছেন দ্রাবিড়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 06, 2021 | 2:06 PM

প্রোটিয়া সফরের আগে কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কিন্তু ইঙ্গিত দিচ্ছেন, এ বার কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে।

Rahul Dravid: দল নির্বাচনে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, মানছেন দ্রাবিড়
Rahul Dravid: দল নির্বাচনে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, মানছেন দ্রাবিড় (ছবি-টুইটার)

Follow Us

মুম্বই‌: মায়াঙ্ক আগরওয়াল এবং শ্রেয়স আইয়ারের সেঞ্চুরি কি কিছুটা চাপে ফেলে দিয়েছে নির্বাচকদের? দীর্ঘদিন ফর্মে না থাকা অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারার ভবিষ্যৎ কী হতে চলেছে? দক্ষিণ আফ্রিকা সফরের টিম নির্বাচনের আগে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের মুখে দাঁড়িয়ে কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কিন্তু ইঙ্গিত দিচ্ছেন, কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে।

চোটের কারণে রাহানে ওয়াংখেড়ে টেস্টের প্রথম একাদশে সুযোগ পাননি। তবে চোট যত না, ফর্মই তাঁকে সিরিজের দ্বিতীয় টেস্টের টিম থেকে ছিটকে দিয়েছিল। পূজারা টিমে থাকলেও ভরসা দিতে পারেননি। প্রথম ইনিংসে তিন নম্বরে নেমে ০ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে মায়াঙ্কের সঙ্গে ওপেন করতে নেমে ৪৭। একটা সেঞ্চুরি না পেলে চাপ কাটবে না যে, খুব ভালো করে জানেন পূজারা।

নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে কোচ হিসেবে প্রথম সিরিজ জয়ের পর রাহুল বলেই দিয়েছেন, ‘তরুণ ক্রিকেটাররা সুযোগ কাজে লাগাচ্ছে। ভালো পারফর্ম করছে। যে কোনও টিম নির্বাচনের আগে এটা কিন্তু অত্যন্ত ভালো দিক। একটা টিমের অধিকাংশ প্লেয়ার যখন সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকে, একে অপরকে তাতায়, তখন এমন সাফল্যই দেখতে পাওয়া যায়। তবে আমার মনে হচ্ছে, দক্ষিণ আফ্রিকা সফরের আগে আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়েতে ৩৭২ রানের জয় ঘরের মাঠে ভারতের সবচেয়ে বেশি রানে জেতা টেস্ট। ব্যাটারদের পাশাপাশি বোলাররা এই সিরিজে দারুণ খেলেছেন। অক্ষর প্যাটেল কানপুর টেস্ট ৫ উইকেট নিয়েছিলেন। ওয়াংখেড়েতে আবার হাফসেঞ্চুরি করেছিলেন ব্যাটে। জয়ন্ত যাদব মুম্বই টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ৪ শিকার। সঙ্গে রয়েছে অশ্বিন। নির্বাচকদের কাজটা বেশ কঠিন।

রাহুল কিন্তু বলে দিচ্ছেন, ‘কানপুরেও আমরা ম্যাচ জেতার জায়গায় ছিলাম। কিন্তু শেষ উইকেটটা ফেলতে পারিনি। মুম্বইয়ে পুরো টিম ম্যাচ ও সিরিজ জেতার জন্য মরিয়া হয়ে মাঠে নেমেছিল। পিছিয়ে পড়েও খেলায় ফিরেছে। সিরিজ জিতলে সব সময় ভালো লাগে। তবে এটাও মানতে হবে যে, একতরফা একটা সিরিজ জিতেছি আমরা।’

প্রতি ম্যাচেই ক্রিকেটাররা উন্নতি করছেন। যা টিমের পজিটিভ দিক বলে মনে হচ্ছে দ্রাবিড়ের। ভারতীয় টিমের কোচের কথায়, ‘মায়াঙ্ক, শ্রেয়স, সিরাজরা খুব বেশি সুযোগ পায় না। বোলার অক্ষর কেমন জানি, কিন্তু ব্যাট হাতে অনেক পরিণত হয়েছে ও। ওরা কিন্তু সুযোগ পেলেই নিজের সেরাটা দিচ্ছে। এগুলো টিমের বিকল্প আরও বাড়িয়ে দিচ্ছে।’

নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৬২ রানে অলআউট হয়ে গেলেও ভারত ফলোঅন করায়নি তাদের। কোচ রাহুলের যা নিয়ে মন্তব্য, ‘হাতে অনেকখানি সময় ছিল। তা ছাড়া টিমে প্রচুর তরুণ ক্রিকেটার ছিল। যাদের ব্যাটিংয়ের সুযোগ দেওয়াটা দরকার ছিল। সেই কারণে আমরা ফলোঅন নিয়ে ভাবিনি। ভবিষ্যতের দিকে তাকিয়ে অনেক সময় কিছু সিদ্ধান্ত নিতে হয়।’

আরও পড়ুন: India vs New Zealand: ভাগ্যের জোরে ১০ উইকেট আজাজের, বলছেন অশ্বিন

Next Article